Official Website of Kolkata Municipal Corporation
 
۩   প্রথম পাতা
 
কলকাতা পৌরসংস্থার বিভাগসমূহ
 

কলকাতা পৌরসংস্থা কলকাতার নাগরিকদের সড়ক, আলোকায়ন, জল সরবরাহ, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি মৌলিক পরিষেবা দিতে দায়বদ্ধ।

কলকাতা মহানগরীর প্রায় ১ কোটি মানুষকে (কলকাতার বাসিন্দা ও বহিরাগত সমেত) নিয়মিত পরিষেবা দান করার এই মহান কর্মযজ্ঞে কলকাতা পৌরসংস্থা সতত সচেষ্ট। এই বিপুল কর্মযজ্ঞের যৎকিঞ্চিৎ খতিয়ান হল-

১) প্রায় ৫০ লক্ষ মানুষকে প্রতিদিন ৩৫০০ লক্ষ গ্যালন জল সরবরাহ,
২) প্রতিদিন প্রায় ৪০০০মেট্রিক টন কঠিন বর্জ্য অপসারণ,
৩) ১৩৬টি চিকিৎসালয় ও ১১৯টি স্বাস্থ্যকেন্দ্র পরিচালনা,
৪) ২৬৪টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৪০০০০ শিক্ষার্থীকে শিক্ষাদান।

বিগত কয়েক বছরে কলকাতা পৌরসংস্থা কলকাতা শহরের চেহারায় নজর কাড়ার মতো পরিবর্তন সাধন করেছে। মৌলিক পরিকাঠামোর উন্নয়ন, প্রশাসনিক দক্ষতার উৎকর্ষসাধন এবং নাগরিক পরিষেবা দানের ক্ষেত্রে অভিনব যুগোপযোগী সংযোজন ইত্যাদির মাধ্যমে কলকাতা শহরকে বিশ্বমানের শহর হিসেবে গড়ে তুলতে কলকাতা পৌরসংস্থা নিরন্তর প্রয়াসী।


কলকাতার নাগরিকদের পরিষেবা দানে নিয়োজিত কলকাতা পৌরসংস্থার উল্লেখযোগ্য বিভাগগুলি হল :


ক্রমিক নং বিভাগ প্রধান কার্যাবলি
বিজ্ঞাপন শহরের বিভিন্ন স্থানে বিজ্ঞাপনগুলির সার্বিক তত্ত্বাবধান করা
বিনোদন বিনোদন অনুজ্ঞাপত্র (অ্যামিউজমেন্ট লাইসেন্স) ও নবীকরণপত্র (রিনিউয়াল লেটার) দান
কর নির্ধারণ ও সমাহরণ জমি, বাড়ির সম্পত্তি কর নির্ধারণ, নামান্তরণ ও সম্পত্তি কর আদায়
বিল্ডিং নির্মাণ নকশা(বিল্ডিংপ্ল্যান) পরীক্ষা, অবৈধ নির্মাণ প্রতিরোধ এবং নিয়মিত পরিদর্শন
বস্তি পরিষেবা শহরের বস্তি অঞ্চলে মৌলিক ও সামাজিক পরিকাঠামোর উন্নয়ন
গাড়ি পার্কিং শহরে পৌর এলাকায় যানরক্ষণ স্থানে সাময়িক রক্ষণের ব্যবস্থাপনা
কেন্দ্রীয় নথি বিভাগ প্রতিটি পুরোনো ও নতুন জন্ম ও মৃত্যুর নথিভুক্তিকরণ, অনুমোদিত নির্মাণ নকশা ও কর নির্ধারণ সংক্রান্ত নথি সংরক্ষণ
মুখ্যমূল্য নির্ণায়ক/অবেক্ষক পৌরসংস্থার অস্থাবর সম্পত্তির হিসাব ও নথিপত্র রক্ষণাবেক্ষণ, অনুসন্ধান এবং তথ্যসংগ্রহ
শিক্ষা প্রাথমিক শিক্ষার প্রসারে সক্রিয় অংশগ্রহণ এবং সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ প্রয়াস
১০ নির্বাচন দপ্তর পৌর নির্বাচন তত্ত্বাবধান
১১ বিদ্যুতায়ন পৌরসংস্থা এলাকায় রাস্তা ও অন্যান্য স্থানে বিদ্যুতায়ন বিষয়ক রক্ষণাবেক্ষণ
১২ বাস্তু বিভাগ সড়ক নির্মাণ ও মেরামতি, অবরুদ্ধ বর্জ্য অপসারণ, বস্তি উন্নয়ন, নাগরিক সুবিধার্থে বিভিন্ন কার্যাবলি
১৩ এন্টালি কর্মশালা কলকাতা পৌরসংস্থার বিভিন্ন আসবাবপত্র নির্মাণ ও মেরামতি
১৪ সম্পত্তি ও জমি অবেক্ষণ কলকাতা পৌরসংস্থার নিজস্ব সম্পত্তি ও জমি অবেক্ষণ ও তৎসংক্রান্ত নথিপত্র রক্ষণাবেক্ষণ
১৫ অর্থ ও হিসাব কলকাতা পৌরসংস্থার যাবতীয় কার্যাবলির হিসাব রক্ষণ ও কোষাগার (ট্রেজারি) পরিচালনা
১৬ স্বাস্থ্য নাগরিকদের স্বাস্থ্য রক্ষায় নিবারণমূলক ও নিরাময়মূলক ব্যবস্থাগ্রহণ যথা টিকাকরণ ইত্যাদি ও সার্বিক স্বাস্থ্যের মানোন্নয়ন
১৭ তথ্য ও জনসংযোগ জনসংযোগ রক্ষা, মুদ্রণ ও বৈদ্যুতিন মাধ্যমে বিজ্ঞাপন, সাংবাদিক সম্মেলন পরিচালনা এবং বিভিন্ন ঘটনার প্রচার
১৮ তথ্য প্রযুক্তি কলকাতা পৌরসংস্থার সমস্ত বিভাগে সফ্‌টওয়্যার প্রবর্তন ও উন্নয়ন। যথা বৈদ্যুতিন নাগরিক পরিষেবা কেন্দ্র, ওয়েব পোর্টাল, ই আর পি, এম এ এস, কে এম সি নেট, ডাটা সেন্টার ও বিপর্যয় প্রতিরোধ কেন্দ্র ইত্যাদি বিষয়ে উদ্যোগ গ্রহণ ও প্রবর্তন।
১৯ নগর পরিচালনা শিক্ষাকেন্দ্র প্রশিক্ষণের মাধ্যমে কমপিউটার, প্রশাসনিক ইত্যাদি ক্ষেত্রে উৎকর্ষবৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থাপনা
২০ অভ্যন্তরীণ নিরীক্ষা পৌর মহাধ্যক্ষ ও যুগ্ম পৌর মহাধ্যক্ষ কর্তৃক নিয়োজিত স্বীকৃত নিরীক্ষক (স্ট্যাট্যুটরি অডিট) দ্বারা বিভিন্ন বিভাগীয় নথি ও তথ্য পরীক্ষা (যথা বিশেষ নিরীক্ষা, তদন্ত ও অনুসন্ধান ইত্যাদি)
২১ আইন সকল বিভাগের আইনি কার্যাবলি পরিচালনা ও মতদান
২২ অনুজ্ঞা (লাইসেন্স) নতুন অনুজ্ঞাপত্র (লাইসেন্স) দান, পুরোনো / বাতিল অনুজ্ঞাপত্র নবীকরণ, অস্থায়ী অনুজ্ঞাপত্র দান, নিয়মিত বার্ষিক অনুজ্ঞাপত্র প্রেরণ
২৩ আলোকায়ন কেন্দ্রীয় ও অন্যান্য পৌরভবন, পৌর বাজার, পৌর প্রতিষ্ঠানগুলিতে আলোকায়ন উপযুক্ত ব্যবস্থাগ্রহণ এবং রাস্তায় আলোকস্তম্ভ নির্মাণ ও আলোকায়ন সংক্রান্ত বিষয় তত্ত্বাবধান
২৪ বাজার পৌর বাজার গঠন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ
২৫ পৌর সচিব বিভাগ সচিবালয় সংক্রান্ত বিষয় ও অনুষ্ঠান পরিচালনা
২৬ পৌর সেবা আয়োগ পৌরসংস্থায় প্রত্যক্ষ নিয়োগ সংক্রান্ত বিষয় পরিচালনা
২৭ উদ্যান ও বাগিচা শহরের উদ্যান ও বাগিচাগুলির রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধান
২৮ নিয়োজন বিভিন্ন পদোন্নয়ন, বদলি বা স্থানান্তর বিষয়ক প্রতিবেদন উত্থাপন ও নিয়োজন সংক্রান্ত বিষয়
২৯ পরিকল্পনা ও উন্নয়ন নতুন প্রকল্পের উদ্যোগ গ্রহণ, কলাকৌশলগত ও আর্থিক বিষয়ে যোগ্যতার পরীক্ষা (কেবলমাত্র অবাণিজ্যিক প্রকল্পের ক্ষেত্রে), অন্তর্বর্তী প্রকল্পগুলির তত্ত্বাবধান
৩০ মুদ্রণ পৌরসংস্থার বিভিন্ন ফর্ম , খাতা, নির্দিষ্ট কিছু পুস্তক ও নিয়মিত প্রকাশনা মুদ্রণ
৩১ প্রকল্প ব্যবস্থাপনা ভৌগোলিক তথ্য পদ্ধতি, জলাভূমি সংরক্ষণ ও ঐতিহ্যমণ্ডিত ভবনগুলির সংরক্ষণ ও তত্ত্বাবধান শাখা
৩২ সড়ক ও অ্যাসফাল্টাম স‌‌ড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ এবং হট মিক্স উৎপাদন (রোডস্‌ অ্যান্ড অ্যাসফাল্টাম)
৩৩ নিকাশি ও পয়ঃপ্রণালি প্রতিটি প্রধান ও সংলগ্ন রাস্তায় নিকাশি ও পয়ঃপ্রণালি ব্যবস্থার পরিচালন ও রক্ষণাবেক্ষণ
৩৪ সামাজিক ক্ষেত্র বিভাগ পরিবার পরিকল্পনা, নারীশক্তি জাগরণ, নিয়োগের উৎস বৃদ্ধি ইত্যাদি সামাজিক কার্যাবলি
৩৫ কঠিন বর্জ্য ব্যবস্থাপনা রাস্তা ধৌতিকরণ, বাড়ি ও অন্যান্য স্থান থেকে বর্জ্য সংগ্রহ ও নির্দিষ্ট স্থানে আবর্জনা নিক্ষেপ ব্যবস্থাপনা
৩৬ ভাণ্ডার ও সরবরাহ পৌরসংস্থায় ব্যবহৃত দ্রব্যাদি সংগ্রহ, ক্রয় ও সঞ্চয়ের পরিকল্পনা ও তত্ত্বাবধান
৩৭ নগর পরিকল্পনা বিভাগ শহরের সার্বিক পরিকল্পনার ক্ষেত্রে সযত্ন উদ্যোগ গ্রহণ
৩৮ ট্রেজারি পৌর কোষাগার পরিচালনা ও তত্ত্বাবধান
৩৯ ভিজিলেন্স পৌরকর্মীদের বিরুদ্ধে পৌরপ্রতিনিধি, নাগরিক বা অন্যান্য সূত্র থেকে আগত অভিযোগের তদন্ত ও বিচার
৪০ জল সরবরাহ পৌরসংস্থার জল পরিশোধন কেন্দ্র, বুস্টার পাম্পিং স্টেশনে নলকূপ ইত্যাদি সংস্থাপন ও রক্ষণাবেক্ষণ
 
উপরে