আমাদের দৃষ্টিতে কলকাতা পৌরসংস্থা :-
দক্ষ এবং কার্যকর - উপভোক্তাদের পেশাদারি সুলভ সময়ানুগ, ফলপ্রসূ এবং সাহায্যপূর্ণ পরিষেবা প্রদান করবে।
সমদর্শী - সমস্ত নাগরিক বিশেষত বঞ্চিত ও দুর্বল শ্রেণির মানুষদের যুক্তিসঙ্গত, নিরপেক্ষ এবং ন্যায্য পরিষেবা প্রদান করবে।
নাগরিকসেবী - সকল অংশীদারদের সমস্যাকে অগ্রাধিকার দিয়ে সমাধান করে সম্পূর্ণ গ্রাহক সন্তুষ্টি প্রদানের মাধ্যমে সবার মধ্যে একাত্মতা ও অংশগ্রহণের ঐকান্তিক আগ্রহ জাগিয়ে তুলবে।
আর্থিকভাবে সুদৃঢ় - দূরদর্শিতা ও দক্ষতার সঙ্গে রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে রাজ্য সরকারি তহবিলের উপর নির্ভরতা কমিয়ে এনে আর্থিকভাবে সয়ম্ভর ও শক্তিশালী সংস্থায় পরিণত হবে এবং
স্বচ্ছ ও উৎকৃষ্ট পরিষেবাদায়ী - সকল গ্রাহক ও নিজস্ব কর্মীদের সুবিধার্থে একটি স্বচ্ছ ও দায়বদ্ধ নাগরিক প্রশাসন উপহার দেবে।
|