Official Website of Kolkata Municipal Corporation
   
۩   প্রথম পাতা
 
লক্ষ্য

"কলকাতা পৌরসংস্থা হয়ে উঠবে দক্ষ, কার্যকর, সমদর্শী, নাগরিকসেবী, আর্থিকভাবে সুদৃঢ়,
স্বচ্ছ, উৎকৃষ্ট পরিষেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ একটি সংস্থা।"
আমাদের দৃষ্টিভঙ্গি হল -
পৃথিবীর অন্যতম সেরা শহর হয়ে ওঠার উপাদান কলকাতায় আছে এই প্রত্যয় পোষণ করা।
কলকাতাকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচ্ছন্ন এবং আকর্ষণীয় শহর রূপে গণ্য করা, যেখানে সমস্ত মানুষই উৎকৃষ্ট পরিষেবা পেতে পারে।


আমাদের দৃষ্টিতে কলকাতা পৌরসংস্থা :-


 দক্ষ এবং কার্যকর - উপভোক্তাদের পেশাদারি সুলভ সময়ানুগ, ফলপ্রসূ এবং সাহায্যপূর্ণ পরিষেবা প্রদান করবে।


 সমদর্শী - সমস্ত নাগরিক বিশেষত বঞ্চিত ও দুর্বল শ্রেণির মানুষদের যুক্তিসঙ্গত, নিরপেক্ষ এবং ন্যায্য পরিষেবা প্রদান করবে।


 নাগরিকসেবী - সকল অংশীদারদের সমস্যাকে অগ্রাধিকার দিয়ে সমাধান করে সম্পূর্ণ গ্রাহক সন্তুষ্টি প্রদানের মাধ্যমে সবার মধ্যে একাত্মতা ও অংশগ্রহণের ঐকান্তিক আগ্রহ জাগিয়ে তুলবে।


 আর্থিকভাবে সুদৃঢ় - দূরদর্শিতা ও দক্ষতার সঙ্গে রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে রাজ্য সরকারি তহবিলের উপর নির্ভরতা কমিয়ে এনে আর্থিকভাবে সয়ম্ভর ও শক্তিশালী সংস্থায় পরিণত হবে এবং


 স্বচ্ছ ও উৎকৃষ্ট পরিষেবাদায়ী - সকল গ্রাহক ও নিজস্ব কর্মীদের সুবিধার্থে একটি স্বচ্ছ ও দায়বদ্ধ নাগরিক প্রশাসন উপহার দেবে।