১। উৎকর্ষতা বৃদ্ধি কর্মসূচি কী?
এশীয় উন্নয়ন ব্যাঙ্কের আর্থিক সহায়তায় গঠিত কলকাতা পরিবেশ উন্নয়ন প্রকল্প (কে ই আই পি) -র পাঁচদফা কর্মসূচির একটি হল, কলকাতা পৌরসংস্থার জন্য মহানগরীতে সুদৃঢ় ও সুসংবদ্ধ পৌর পরিষেবার সংস্থান করা। ব্রিটিশ সরকারের অধীনস্ত "আন্তর্জাতিক উন্নয়ন দপ্তর (ডি এফ আই ডি)" এই কর্মসূচি বাস্তবায়িত করার জন্য ৬ বছরের সময় সীমার মধ্যে ২৮.৩ মিলিয়ন পাউন্ড অর্থ সাহায্য করতে রাজি হয়েছে।
২। উৎকর্ষতা বৃদ্ধি কেন?
কলকাতা মহানগরীর নাগরিকদের প্রতি সুদৃঢ় ও সুসংবদ্ধ পৌর পরিষেবা পৌছে দেওয়ার ব্যবস্থাপনার কাজ অধিকতর দক্ষতার সাথে করা।
৩। উৎকর্ষতা বৃদ্ধির প্রয়োজন ছিল কতটা?
ক) অত্যন্ত জটিল সমস্যা ও চূড়ান্ত বৈচিত্র ও বৈপরীত্য : মোট ১৮৭ বর্গ কিমি আয়তন
এবং ৪৬ লক্ষ মানুষের বাসভূমি কলকাতা হল পশ্চিমবঙ্গের মধ্যে বৃহত্তম এবং ভারতের
অন্যতম বৃহৎ স্থানীয় প্রশাসনিক সংস্থা।
খ) ঐতিহাসিক প্রেক্ষাপট : স্বাধীনতা উত্তর (১৯৪৭ পরবর্তী) সময়ে এই মহানগরী তার
পরিবেশের অধঃপতনের সাক্ষী যখন পার্শ্ববর্তী বাংলাদেশ থেকে উদ্বাস্তু মানুষের ঢেউ এসে
পৌর পরিষেবা ব্যবস্থাকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে ফেলেছিল। তখন থেকেই এই শহরে পৌর
পরিষেবার বর্ধিত আকাশচুম্বী চাহিদার সাথে তাল মেলানো কঠিন হয়ে পড়ে, বর্তমানে
কলকাতা, যার অধিবাসীদের মধ্যে ২৬.৩০ শতাংশ বস্তিবাসী এবং উল্লেখযোগ্য সংখ্যক
মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন, তার পরিবেশ সংক্রান্ত সমস্যায় চরম জর্জরিত।
গ) কলকাতা পরিবেশ উন্নয়ন প্রকল্প (কে ই আই পি) : এই প্রকল্পের পরিকাঠামো উন্নয়ন তহবিলের
সিংহভাগ খরচ হয় রাস্তা, নিকাশি ও পয়ঃপ্রণালি, জল সরবরাহ এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য। কে ই আই পি-র অধীনস্ত এইসব কর্মসূচি এবং উদ্যোগগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কলকাতা পৌরসংস্থায় উৎকর্ষতা বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হয়েছে।
ঘ) নিম্ন আর্থিক সম্পন্নতা : আর্থিক ক্ষমতার অপ্রতুলতা হেতু উন্নত পরিষেবা প্রদানে যথেষ্ট
পরিমাণ সম্পদ বিনিয়োগ কঠিন হয়ে পড়ে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দরিদ্র মানুষের
প্রাপ্য পরিষেবা।
|