নাগরিক পরিষেবায় জোয়ার আনার উদ্দেশ্যে আমরা কলকাতা পৌরসংস্থায় চালু করেছি দক্ষতা বৃদ্ধি প্রকল্প। দেশের প্রাচীনতম প্রতিষ্ঠানগুলির অন্যতম আমাদের এই পৌরসংস্থায় সময়ের সাথে সাথে অনেক কিছুই বিগতকার্য হয়েছে। দক্ষতা বৃদ্ধি প্রকল্প আমাদের উৎসাহের নবীকরণ ও কর্মকেন্দ্র গুলিকে উদ্দীপ্ত করার লক্ষ্যে গঠিত। ব্রিটিশ (যুক্তরাজ্য) সরকারের আন্তর্জাতিক উন্নয়ন দপ্তর এ কাজে আমাদের সাহায্য করে চলেছেন।
এখন আমরা পেশ করছি এই প্রকল্পের লক্ষ্য ও পরিকল্পনা পত্র। এটি প্রকৃতপক্ষে একটি পথ নির্দেশিকা। এতে আমরা গ্রহণ করেছি সার্বিক দৃষ্টিভঙ্গির পাশাপাশি ক্ষেত্র ভিত্তিক কর্মসূচি। এই প্রকল্প ভবিষ্যতের মাইল ফলক এবং আমাদের এগিয়ে চলার যাত্রাপথের নিশানা ও নির্দেশদায়ক।
পৌর মহাধ্যক্ষ শ্রী আলাপন বন্দ্যোপাধ্যায়, আই এ এস এর সুদক্ষ পরিচালনায় এক তথ্য পঞ্জিকা তৈরি হয়েছে। উপ পৌর মহাধ্যক্ষ (উন্নয়ন) শ্রী শহীদুল ইসলাম, অত্যন্ত পরিশ্রমে এর খসড়া তৈরি করেছেন। কে পি এম জি সহ আমাদের পরামর্শদাতারাও প্রচুর শ্রম দিয়েছেন। বিভিন্ন মেয়র পারিষদের অবদান, বরো চেয়ারম্যান এবং দপ্তর নির্বিশেষে বিভিন্ন আধিকারিক ও কর্মীবন্ধুদের অবদান আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাঁরা এই প্রকল্পের বিষয়গুলি নিয়ে মাসের পর মাস কাজ করেছেন। ডি এফ আই ডি-র আধিকারিকগণও তাদের পরামর্শ দিয়ে আমাদের সমৃদ্ধ করেছেন। এটি একটি সংঘবদ্ধ উদ্যোগ। আমরা এর আলোচিত লক্ষ্য এবং পরিকল্পনা অনুযায়ী নিজেদের পরিচালিত করতে চাই।
আমরা একে একে অনেকগুলি পুস্তিকা প্রকাশনা করার উদ্যোগ নিয়েছি। এই পর্বটিকে সেগুলির প্রথম পর্ব (ভল্যুম-১) হিসাবে বিবেচনা করা যেতে পারে। পরবর্তী পর্বগুলিতে বিভিন্ন ক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা/সার্কুলার/আদেশ/বিজ্ঞপ্তি ইত্যাদি উপস্থাপনা করা হবে।
(বিকাশরঞ্জন ভট্টাচার্য)
|