১। এই বিভাগের প্রধান কাজ কী কী?
কলকাতা পৌরসংস্থা আইন (কে.এম.সি. অ্যাক্ট) ১৯৮০-র ৪২২ ধারা এবং ৫৪৩(২) উপধারা মতে বিনোদন বিষয়ক ব্যবসাকে অনুমতি প্রদানকারী
কর্তৃপক্ষ হল বিনোদন বিভাগ। থিয়েটার, সিনেমা হল, সার্কাস, মেলা, সাইবার কাফে, প্রদর্শনী, নৃত্যগৃহ (ডান্সিং হল), উৎসব, ভিডিওক্রীড়া (ভিডিও গেমস), ভিডিও প্রদর্শন, কেবল্ টি.ভি, রেস্তরাঁ ও পানশালা, হোটেল প্ল্যানেটোরিয়াম, পুলপার্লার, ক্লাব এবং সমগোত্রীয় সর্বজনীন প্রমোদ কেন্দ্র ইত্যাদি বিনোদন ব্যবসায়ের আওতায় ফেলা যায়।
২। বিভাগীয় যোগাযোগ কেন্দ্রের বিশদ ঠিকানা কী?
সিনিয়র আ্যামিউজমেন্ট অফিসার
৫, এস.এন.ব্যানার্জি রোড, কলকাতা-৭০০০১৩
ফোন ২২৮৬-১০০০ (এক্সটেনশন ২৬০৮)
৩। বিনোদন অনুজ্ঞাপত্রের (অ্যামিউজমেন্ট লাইসেন্স) জন্য আবেদন করবেন কারা?
ফি-এর তালিকার অন্তর্ভূক্ত ব্যবসায়িক কাজকর্মগুলির মধ্যে কোনোটিতে লিপ্ত থাকলে তাঁরা বিনোদন অনুজ্ঞাপত্রের জন্য
আবেদন করবেন এবং ব্যবসা শুরুর পূর্বে ওই বাবদ পৌরসংস্থাকে দেয় টাকা জমা দেবেন। পৌরসংস্থা প্রদত্ত অনুজ্ঞাপত্রগুলি জারি থাকে প্রদানের তারিখ থেকে আর্থিক বছরের শেষ দিন, অর্থাৎ, ৩১ মার্চ পর্যন্ত। বছরের যে কোনো সময়ে আবেদন করলেও লাইসেন্স ফি-এর পরিমাণ একই থাকে, এমনকি ৩০ মার্চ লাইসেন্স প্রদত্ত হলেও (৩১ মার্চ পর্যন্ত বৈধ থাকে) পুরো টাকা জমা করতে হয় আর্থিক বছর শেষ হলে বার্ষিক লাইসেন্স ফি জমা করে তা পুনর্নবীকরণ করতে হয়।
৪। প্রদর্শনী, মেলা, বিনোদন প্রযোজনা উপস্থাপিত করার জন্য অনুজ্ঞাপত্রের (লাইসেন্স) প্রয়োজন আছে কি?
যদি কেউ নিয়মিত বা অনিয়মিত প্রদর্শনী, মেলা, বিনোদন প্রযোজনা ইত্যাদি অনুষ্ঠান করেন, তাহলে তাঁরা নমুনা আবেদনপত্র (অ্যানেক্স এক দেখুন) পূরণ করে জমা দিন। আপনার ব্যবসায়ের লাইসেন্স ফি-এর পরিমাণ জানতে হলে ফি-এর তালিকা দেখুন।
উপরে
৫। ভোজনালয় (রেস্তরাঁ), সাইবার কাফে, সিনেমা হল ইত্যাদির জন্য অনুজ্ঞাপত্রের প্রয়োজন আছে কি?
হ্যাঁ, আপনাকে লাইসেন্স নিতে হবে। আপনার ব্যবসায়িক লেটারহেডে সিনিয়র অ্যামিউজমেন্ট অফিসারকে উদ্দেশ্য করে আপনার বিনোদন ব্যবসায়ের জন্য লাইসেন্সের আবেদন করুন। নিম্নলিখিত নথিগুলি সংযোজিত করতে ভুলবেন না।
ক) সাম্প্রতিক ভাড়ার রসিদ।
খ) বিদ্যুৎ বিল।
গ) বিনোদন ব্যবসায়ের স্থানটির মালিকানা বা ভাড়াটিয়ার আইনগত বৈধতা প্রমাণের জন্য সম্পত্তির দলিল বা বাড়িভাড়াচুক্তির কপি।
লাইসেন্স ফি-এর পরিমাণ জানতে ফি-এর তালিকা দেখুন।
৬। নথিপত্রসহ আবেদন জমা দেওয়ার পরে অনুজ্ঞাপত্র প্রদান পর্যন্ত সমগ্র কর্মধারাটি কোন পদ্ধতিতে অগ্রসর হয়?
নথিপত্রসহ আবেদনপত্র জমা দেওয়ার পর ৭ দিনের মধ্যে একজন পরিদর্শক প্রস্তাবিত বিজ্ঞাপন স্থানটি পরিদর্শনে যান। পরিদর্শন সন্তোষজনকভাবে সম্পূর্ণ হওয়ার পরবর্তী কাজের দিনে বিনোদন বিভাগ অনুজ্ঞাপত্রটি প্রদান করে।
৭। চাহিদা অনুযায়ী সকল প্রকার নথি সরবরাহ করা সত্ত্বেও অনুজ্ঞাপত্র (লাইসেন্স) পেতে অত্যধিক দেরি হলে করণীয় কী?
এরকম কোনো অস্বাভাবিক ঘটনার ক্ষেত্রে সরাসরি অথবা টেলিফোনে বিনোদন বিভাগের আধিকারিকদের (প্রশ্ন নং ২তে উল্লেখিত) গোচরে আনলে তা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচিত হবে।
৮। বিভাগীয় পরিদর্শকের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা কোথায় জানাতে হবে?
অভিযোগ সম্বলিত পত্র নিম্নলিখিত ঠিকানায় পাঠানো যাবে বা নিম্নলিখিত ফোন নম্বরে জানানো যাবে-
সিনিয়র অ্যামিউজমেন্ট অফিসার।
৫, এস.এন. ব্যানার্জি রোড, কলকাতা ৭০০ ০১৩।
ফোন নং ২২৮৬ ১০০০, (এক্সটেনশন-২৬০৮)
উপরে
৯। আমার অ্যামিউজমেন্ট লাইসেন্স কি বাতিল হতে পারে? যদি হয় তাহলে কোন পরিস্থিতিতে তা হবে?
কলকাতা পৌর আইন (কে.এম.সি. অ্যাক্ট) ১৯৮০-এর ৪৪১ ধারায় পৌর মহাধ্যক্ষকে, কোনো সংস্থা বা ব্যক্তির নামে প্রদত্ত বার্ষিক অ্যামিউজমেন্ট লাইসেন্স, বাতিল করার ক্ষমতা দেওয়া আছে। নিম্নে বর্ণিত পরিস্থিতির উদ্ভব ঘটলে এই ক্ষমতার প্রয়োগ করা হয়-
ক) কোনো সাইবার কাফেতে উপভোক্তাদের অশ্লীল ওয়েবসাইট দর্শনে প্রশ্রয় দেওয়া হলে।
খ) হোটেল বা পানশালা গৃহমালিকের অনুমতি না নিলে অথবা এখানে জনস্বার্থ বিরোধী কাজ করা হলে।
১০। বিনোদন কর জমা দেওয়ার জন্য কোনোরকম অনুস্মারক (রিমাইন্ডার) পত্র পাঠানোর ব্যবস্থা আছে কি? কতদিন অন্তর এই রিমাইন্ডার পাঠানো হয়?
প্রতি বছর এপ্রিল মাসে অ্যামিউজমেন্ট লাইসেন্স পুনর্নবীকরণ করা হয় এবং পরবর্তী বছরের ৩১ মার্চ (আর্থিক বছরের শেষ দিন) পর্যন্ত সেটি কার্যকরী থাকে। প্রতিবছর জুন মাসে বকেয়া প্রদেয় মিটিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের কাছে অনুস্মারকপত্র পাঠান হয়। পরবর্তীকালে প্রয়োজন অনুসারে প্রতিমাসে বকেয়া রাখা ব্যবসায় মালিকদের কাছে এই পত্র পাঠানো হয়।
১১। কোন কোন মাধ্যমে অ্যামিউজমেন্ট লাইসেন্স-এর টাকা জমা দেওয়া যায়?
কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন-এর নামে প্রদত্ত এবং কলকাতায় প্রাপ্তিযোগ্য ডিমান্ড ড্রাফ্ট বা নগদে (১০,০০০ টাকা অবধি) টাকা জমা দেওয়া যায়। ডিমান্ড ড্রাফ্ট নিম্নলিখিত ঠিকানায় ডাক মারফৎ পাঠানো যায়।
সিনিয়র অ্যামিউজমেন্ট অফিসার।
৫, এস.এন. ব্যানার্জি রোড, কলকাতা ৭০০ ০১৩।
যে কোনো কাজের দিন সকাল ১১-০০টা থেকে বেলা ২-৩০টা পর্য্যন্ত এবং শনিবার সকাল ১১-০০টা থেকে বেলা ১২-০০টা পর্যন্ত উপরোক্ত অফিসের বিনোদন বিভাগে সশরীরে উপস্থিত হয়ে টাকা জমা দেওয়া যায়।
১২। বছরে কোন কোন সময়ে বিনোদন কর (অ্যামিউজমেন্ট ফি) জমা দেওয়া যায়? এক্ষেত্রে কি কোনো মাসিক কিস্তির সুযোগ পাওয়া যায়?
বিনোদন কর (অ্যামিউজমেন্ট ফি)হল অনুজ্ঞাপত্র (লাইসেন্স)-এর জন্য প্রদেয় মূল্য। এটি ব্যবসায়িক কাজকর্ম শুরুর পূর্বে প্রদান করা বাধ্যতামূলক।
না, অনুজ্ঞাপত্র (লাইসেন্স)-এর জন্য প্রদেয় মূল্য (অ্যামিউজমেন্ট ফি)মাসিক কিস্তিতে দেওয়ার কোনো সুযোগ নেই। প্রতি বছর এপ্রিল অথবা মে মাসে অনুজ্ঞাপত্র (লাইসেন্স) পুনর্নবীকরণ-এর সময়ে এই টাকা এককালীন জমা দিতে হয়।
১৩। অনুজ্ঞাপত্র (লাইসেন্স)-এর জন্য প্রদেয় মূল্য (অ্যামিউজমেন্ট ফি) কোথায় জমা নেওয়া হয়?
পূনর্নবীকরণ কর যে কোনো ই-কলকাতা নাগরিক কেন্দ্র বা ট্রেজারি কেন্দ্রে দেওয়া যাবে।
নতুন বা অন্যান্য অনুমতির জন্য প্রদেয় কর জমা দেওয়া যাবে বিশেষ ঠিকানায়-
সিনিয়র অ্যামিউজমেন্ট অফিসার।
৫, এস.এন. ব্যানার্জি রোড, কলকাতা ৭০০ ০১৩।
ফোন নং ২২৮৬ ১০০০, (এক্সটেনশন-২৬০৮)
১৪। আগামী বছরের জন্য অ্যামিউজমেন্ট ফি কি আগাম জমা নেওয়া হয়?
না, অ্যামিউজমেন্ট ফি নতুন বছরে পরিবর্তিত হতে পারে। তাই, এটি আগাম জমা দেওয়া যায় না।
১৫। কোনো ব্যক্তি বা সংস্থা বিনোদন কর প্রদান করে না, এই তথ্য জানানোর জন্য কোথায় যোগাযোগ করতে হবে?
কোনো ব্যক্তি বা সংস্থা বিনোদন কর প্রদান করে না, এই তথ্য আপনার জানা থাকলে তা আপনি জানাতে পারেন নিম্নলিখিত ঠিকানায় বা ফোনে। সিনিয়র অ্যামিউজমেন্ট অফিসার। ৫, এস.এন. ব্যানার্জি রোড, কলকাতা ৭০০ ০১৩। ফোন নং ২২৮৬ ১০০০, (এক্সটেনশন-২৬০৮) বিনোদন কর শহরের সুযোগ সুবিধা এবং নাগরিক পরিষেবা প্রদানের জন্য খরচ হয়। ফলত যারা এই কর ফাঁকি দেয় তারা আমাদের প্রিয় শহরের বিরুদ্ধে অপরাধ করছে। কলকাতা পৌরসংস্থা দায়িত্বশীল নাগরিকদের আহ্বান করে এই ধরনের কর ফাঁকির তথ্য কর্তৃপক্ষকে জানানোর জন্য। তথ্য সরবরাহকারীর নাম এবং ঠিকানা সম্পূর্ণভাবে গোপন থাকবে। উপরোক্ত ফোন নম্বরে বা ঠিকানায় এই তথ্য জানানো যাবে। পৌর মহাধ্যক্ষকে সরাসরি চিঠি বা ই-মেলে (mc@kmcgov.in) তথ্য জানানো যাবে।
|