Official Website of Kolkata Municipal Corporation
۩   প্রথম পাতা

শিল্প গ্যালারি/জাদুঘর/পাঠাগার


 
কলকাতায় জীবন কখনও থেমে থাকে না। সংবৎসর কোথাও না কোথাও, কিছু না কিছু হয়ে চলেছে এ শহরে, তা সে উৎসবই হোক বা খেলা, ধর্না বা মিছিল, বা পার্টি। কারো কারো কাছে কলকাতা আনন্দনগরী - 'সিটি অব জয়', কারো কাছে বা নোংরা, ঘিঞ্জি, হট্টগোল।
 
 
         
  একাডেমি অব ফাইন আর্ট্‌স একাডেমি অব ইন্ডিয়ান কয়েন্‌স          অ্যান্ড হিস্ট্রি আর্ট্‌স্‌ একর  
  এশিয়াটিক সোসাইটি বিড়লা একাডেমি অব আর্ট অ্যান্ড          কালচার বিড়লা ইনডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনিক্যাল      মিউজিয়াম  
  সিমা আর্ট গ্যালারি গান্ধি স্মারক সংগ্রহালয় গভর্নমেন্ট কলেজ অব আর্ট অ্যান্ড ক্রাফ্‌ট  
  গুরুসদয় মিউজিয়াম ইন্ডিয়ান মিউজিয়াম জোড়াসাঁকো ঠাকুরবাড়ি  
  মেটকাফে হল ন্যাশানাল লাইব্রেরি নেহরু চিলড্রেন মিউজিয়াম  
  নেতাজি রিসার্চ ব্যুরো রবীন্দ্র ভারতী মিউজিয়াম আর কে মিশন ইনস্টিটিউট অব কালচার  
         
 
 
একাডেমি অব ফাইন আর্ট্‌স
একাডেমি অব ফাইন আর্ট্‌স

১৯৩৩-এ স্থাপিত এই প্রতিষ্ঠান যেখানে সাংস্কৃতিক জগতের মানুষজন সম্মিলিত হন। এর প্রদর্শনী কক্ষগুলিতে সারাবছর ধরে আয়োজিত হয় সমসাময়িক শিল্পীদের বিচিত্র সৃষ্টির সব পশরা। এখানকার রবীন্দ্র গ্যালারিতে রয়ছে বিশ্বকবির ব্যক্তিগত ব্যবহারের জিনিসপত্র, পাণ্ডুলিপি বা আঁকা ছবি। ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছেই স্থাপিত এই প্রদর্শশালা খোলা থাকে রোজ বেলা ৩টে থেকে রাত ৮টা অবধি (রবীন্দ্র গ্যালারি কেবল বেলা ১২ টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত। রবিবার বন্ধ)

ঠিকানা : ২, ক্যাথিড্রাল রোড, কলকাতা-৭০০০১৬
ফোন : ২২২৩ ৪৩০২ / ৪৩০৩

 
একাডেমি অব ইন্ডিয়ান কয়েন্‌স অ্যান্ড হিস্ট্রি
১৯৯৭-এ তৈরি এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান প্রাচীন ভারতীয় মুদ্রা ও ইতিহাস নিয়ে কাজ করে। এটা যে কোনো কাজের দিন রোজ বেলা ১২টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত খোলা থাকে।

ঠিকানা : ৩৬১/বি রবীন্দ্রসরণি, কলকাতা
 
আর্ট্‌স্‌ একর
দৃশ্যমান শিল্পকলার এই গ্রামে রয়েছে শিল্পীদের ঘর ও কর্মশালা। সেই সঙ্গে আর্ট গ্যালারিও।

ঠিকানা : গোপালপুর, ২৪ পরগণা (উত্তর), পিন। ৭৪৩৫১৮
ফোন : ২৩৩১ ১৩৭২ (সিটি অফিস)
 
এশিয়াটিক সোসাইটি
১ নং পার্কস্ট্রিটের এই প্রতিষ্ঠান বিখ্যাত এর ভারতত্ব, সাহিত্য ও বৈজ্ঞানিক গবেষণার জন্য। স্যর উইলিয়াম জোন্‌স ১৭৮৪ সালে এর প্রতিষ্ঠা করেন এর প্রথম পৃষ্ঠপোষক ওয়ারেন হেস্টিংস-এর সঙ্গে। এর গ্রন্থাগারে বইয়ের সংখ্যা প্রায় বিশ হাজার যার মধ্যে আট হাজারই অত্যন্ত দুর্লভ সংস্কৃত, পার্সিয়ান আর হিন্দি পাণ্ডুলিপি।
 
বিড়লা একাডেমি অব আর্ট অ্যান্ড কালচার
শিল্প ও সংস্কৃতির ঐতিহ্যের নানান নিদর্শন দিয়ে সাজানো এর গ্যালারির একটি স্থায়ী প্রদর্শনশালা। সমসাময়িক শিল্প তথা প্রত্নতত্ত্বের বহু নিদর্শনও এখানে আছে। বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে।

ঠিকানা : ১০৮ এবং ১০৯ ডঃ মেঘনাদসাহা সরণি, কলকাতা-৭০০ ০২৯
ফোন : ২৪৬৬ ২৮৩৩ / ৬৮০২
 
বিড়লা ইনডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিকাল মিউজিয়াম
১৯৬৬ -তে স্থাপিত এই প্রতিষ্ঠান বস্তুত শিল্প ও কারিগরি ক্ষেত্রে অগ্রগতির স্থায়ী প্রদর্শনী। আধুনিক বিজ্ঞান ও কারিগরির ছাত্র, গবেষকেরা এখানকার নিদর্শনগুলি দেখে উপকৃত হয়। সোমবার এটি বন্ধ থাকে।

ঠিকানা : ১৯ এ গুরুসদয় রোড, কলকাতা-৭০০০১৯
ফোন : ২২৪৭ ৭২৪১-৪ / ৬১০২
 
সিমা আর্ট গ্যালারি
১৯৯৩-এ স্থাপিত এই গ্যালারি বিড়লা মন্দিরের কাছে আশুতোষ চৌধুরী অ্যাভেনিউতে ‘সানি টাওয়ার’-এ অবস্থিত আন্তর্জাতিক মানের এ জাতীয় গ্যালারি কলকাতায় এই প্রথম। এর আয়তন হবে কম করে সাড়ে এগারো হাজার স্কোয়ার মিটার।
 
গান্ধি স্মারক সংগ্রহালয়
ব্যারাকপুরের এই স্মারক সংগ্রাহালয়ে আছে গান্ধিজির ওপর একটি গ্রন্থাগার ও সংগ্রহশালা।

ঠিকানা : ১৪, রিভারসাইড রোড, ব্যারাকপুর-৭৪৩১০১, পশ্চিমবঙ্গ,
ফোন : ৫৬০০১৭০
 
গভর্নমেন্ট কলেজ অব আর্ট অ্যান্ড ক্রাফ্‌ট
ভারত ও বিশ্ববিখ্যাত বহু শিল্পী ও ভাস্করের আঁতুড়ঘর এই আর্ট কলেজ।

ঠিকানা : ২৮, জে.এল. নেহরু রোড, কলকাতা-৭০০০৭১
ফোন : ২২৪৯ ২০২৭
 
গুরুসদয় মিউজিয়াম
কলকাতা থেকে প্রায় ১৫ কিমি দূরে ডায়মন্ড হারবার রোডে অবস্থিত এই সংস্থায় আছে দুই বাংলার অল্প অথচ যথেষ্ট গুরুত্বপূর্ণ লোক-শিল্পকলার সংগ্রহ। সংগ্রহশালায় বা তার প্রাঙ্গণে এই শিল্পকলা সংক্রান্ত আলোচনাসভা বা প্রদর্শনীর আয়োজন করা হয়।

ঠিকানা : ব্রতচারীগ্রাম, জোকা দক্ষিণ ২৪ পরগণা।
 
ভারতীয় গ্রন্থাগার
চৌরঙ্গিতে জহরলাল নেহরু রোডের ওপর এই জাদুঘর প্রতিষ্ঠিত হয় ১৮১৪-য়। এটি দেশের মধ্যে সবচেয়ে বড় জাদুঘর। এতে আছে পুরাতাত্ত্বিক, অস্ত্রশস্ত্র, অলঙ্কার, জীবাশ্ম, জীবদেহের কঙ্কাল, মমি, মুঘল চিত্রকলা প্রভৃতি নানান বিরল সংগ্রহ। মার্চ থেকে নভেম্বর বেলা দশটা থেকে পাঁচটা পর্যন্ত আর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি বেলা দশটা থেকে সাড়ে চারটে পর্যন্ত (সোমবার বাদে) রোজ খোলা থাকে।

ঠিকানা : জে.এল. নেহরু রোড, কলকাতা-৭০০০৭১
ফোন : ২২৪৯ ৯৯০২ / ৮৯৩১
 
জোড়াসাঁকো ঠাকুরবাড়ি
চিত্তরঞ্জন অ্যাভিনিউ-এর ওপর গিরীশ পার্কের কাছে অবস্থিত এটি জাতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান। ঠাকুর পরিবারের বাসগৃহটি বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ এবং মিউজিয়াম।

ঠিকানা : ২৮৬ রবীন্দ্র সরণি. উত্তর কলকাতা
ফোন : ২২৩৯ ৫২৪২
 
মেটকাফ হল
স্ট্র্যান্ড রোডের ওপর এক হল বিশিষ্ট গ্রন্থাগার। এর তিরিশটি স্তম্ভ মনে করিয়ে দেয় এথেন্সের ‘টাওয়ার অব উইন্ড্‌স’-এর কথা। এটি স্যর চার্লস মেটকাফের স্বাধীন সংবাদপত্রের জন্য লড়াইয়ের সম্মানে নিবেদিত।
 
জাতীয় গ্রন্থাগার
এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম গ্রন্থাগার আমাদের এই জাতীয় গ্রন্থাগার। এর সংগ্রহে আছে দশ লক্ষাধিক বই আর পাঁচ লক্ষ পাণ্ডুলিপি। এর পাঠকসভ্য সংখ্যা আঠারো হাজারের ওপর। বহু বিখ্যাত মানুষ তাঁদের ব্যক্তিগত সংগ্রহ বিভিন্ন সময়ে এখানে দান করে গেছেন। স্যার আশুতোষ মুখোপাধ্যায়, সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রমুখ এঁদের মধ্যে অন্যতম। এগুলি নিঃসন্দেহে এই গ্রন্থাগারের মর্যাদা ও মূল্য বাড়িয়েছে।

ঠিকানা : বেলভেডিয়া রোড, আলিপুর। কলকাতা-৭০০০২৭
ফোন : ২৪৭৯ ১৩৮১

 
নেহরু চিলড্রেন্স মিউজিয়াম
এটি শিশুদের ক্রিয়াকান্ডের ঠিকানা আর পুতুলের মাধ্যমে বলা রামায়ণ-মহাভারতের গল্পের দেশ। সঙ্গে আছে অন্যান্য পুতুল আর ছোটদের বইয়ের বিশাল সম্ভার। এটি সোমবার ছাড়া রোজই বেলা ১২টা থেকে সন্ধে ৮টা অবধি খোলা থাকে।

ঠিকানা : ৯৪/১ জে.এল. নেহরু রোড। কলকাতা-২০
ফোন : ২২২৩ ৩৫১৭
 
নেতাজি রিসার্চ ব্যুরো
১৯৬১-তে এলগিন রোড বসু বাড়িতে প্রতিষ্ঠিত এই মহাফেজখানায় রয়েছে নেতাজি সুভাষচন্দ্র সম্বন্ধীয় যাবতীয় সংরক্ষণযোগ্য সামগ্রী। এছাড়া স্বাধীনতা সংগ্রাম সংক্রান্ত বইয়ের ভাণ্ডার ছাড়াও আছে তাঁর ব্যক্তিগত ব্যবহারের জিনিসপত্র। এটি বেলা ১২ টা থেকে ৪টে পর্যন্ত খোলা থাকে।

ঠিকানা : এলগিন রোড, লালা রাজপত রায় সরণি।
ফোন : ২৪৭৫ ৬১৩৯
 
রবীন্দ্রভারতী মিউজিয়াম
এই জাদুঘরে আছে ঊনবিংশ শতাব্দীর বাংলায় নবজাগরণের তথ্যাবলি। চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের ওপর গিরীশ পার্কের কাছে এর অবস্থান। খোলা থাকে যে কোনো কাজের দিনে বেলা ১০টা থেকে বিকেল ৫টা অবধি (শনিবার বেলা ১.৩০ অবধি)

ফোন : ২২৩৯ ৬৬০১ / ৬৬১০ / ৫২৪১
 
রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার
কলকাতার গোলপার্কে অবস্থিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার বেলুড় মঠের রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের শাখা। এই প্রতিষ্ঠানটি লোকহিতকর, শিক্ষামূলক এবং সাংস্কৃতিক কাজকর্মের জন্য সারা বিশ্বে সুপিরিচিত। এই প্রতিষ্ঠানটিতে একটি ভালো অডিটোরিয়াম একটি জনপ্রিয় লাইব্রেরি আছে, যা ইতিহাস, ধর্মীয় এবং দর্শন প্রভৃতি সম্বন্ধীয় বইতে সমৃদ্ধ।

ঠিকানা : গোলপার্ক, কলকাতা-৭০০০২৯
ফোন : ২৪৬৪ ১৩০৩ / 0৪ / ০৫।
 
(এই ওয়েবসাইটের পাঠকদের সমস্ত ফোন নম্বর এবং অন্যান্য তথ্য যাচাই করে নিতে অনুরোধ করা হচ্ছে।
কেএমসিগভ.ইন কোনোরকম তথ্য ভ্রান্তির জন্য দায়ি নয়।)
উপরে