বর্তমান পি ডি বর্তমান এফ/এস বকেয়া (এল ও আই)
অনাদায়ী সম্পত্তি কর - বর্তমান পি.ডি. বিল
|
|
|
পি ডি বিল : | সর্বশেষ নির্ধারিত সম্পত্তির মূল্যায়ণের ভিত্তিতে প্রতি বৎসরান্তে পি ডি বিল প্রেরণ করা হয়। |
এফ/এস বিল : | কোনো শুনানির মাধ্যমে সম্পত্তির নতুন মূল্যায়ণের অব্যবহিত পরে, পূর্ব প্রেরিত বিলগুলিতে সেই পরিবর্তন প্রতিফলিত করার জন্য ফ্রেশ/সাপ্লিমেন্টারি বিল প্রেরণ করা হয়। |
এল ও আই : | বকেয়া সম্পত্তি কর (পি ডি অথবা/এবং এফ/এস বিল) আদায়ের জন্য লেটার অব ইন্টিমেশন প্রেরণ করা হয়।
এল ও আই তে নিম্নলিখিত বিলগুলি অন্তর্ভূক্ত হয় :
সমস্ত অনাদায়ী এফ/এস বিল যেগুলিতে জরিমানা আরোপ হয়েছে।
বর্তমান বৎসরের পূর্বে প্রেরিত সমস্ত অনাদায়ী পি ডি বিল।
এই সমস্ত অনাদায়ী/বকেয়া বিল কেবলমাত্র এল ও আই এর খাতেই মেটানো যাবে।
|
|
|