পার্কিং মূল্য সংগ্রাহকদের কাছে কলকাতা পৌরসংস্থার সংশ্লিষ্ট আধিকারিকের স্বাক্ষরিত প্রামাণ্য পরিচয়পত্র থাকতে হবে। না হলে তা অবৈধ বলে গণ্য হবে। মূল্য সংগ্রাহকদের কাছে তাৎক্ষণিক প্রদর্শনের জন্য পার্কিং স্থানের সাম্প্রতিক অধিকারপত্র (পজেশন সার্টিফিকেট) সর্বদা মজুত থাকতে হবে।
পার্কিং মূল্য আদায় করা যাবে অনুজ্ঞাপত্রের বৈধতার সময়সীমা পর্যন্ত।
কলকাতা পৌরসংস্থা নির্দ্ধারিত অধিকারপত্র ও অনুজ্ঞাপত্রের সময়সীমার পরে কোনো ব্যক্তি পার্কিং মূল্য আদায় করলে তা হবে বেআইনি এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। বৈধ পরিচয়পত্র ছাড়া পার্কিং মূল্য আদায় করাও বেআইনি।
অনুজ্ঞাপত্রে উল্লিখিত এলাকার মধ্যে গ্যারেজ, কোনো বাড়ির প্রবেশ পথে এবং দুটি রাস্তার মিলনস্থল থেকে ৫০ ফুট দূরে, যাতায়াতের পথে বাধা সৃষ্টি না করে রাখা যানগুলির জন্য মূল্য আদায় করা যাবে।
নির্ধারিত হারের অতিরিক্ত পার্কিং মূল্য আদায় করলে বা নির্দিষ্ট শর্তাবলি লঙ্ঘন করলে কলকাতা পৌরসংস্থার অধিকার রয়েছে ঐ সংক্রান্ত অভিযোগের তদন্ত করার ও তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অনুজ্ঞাপত্র প্রাপ্ত সংস্থার কাছ থেকে নির্ধারিত জরিমানা আদায় করার।
|