ক্রম |
অনুমোদন প্রয়োজন |
আবেদনের পদ্ধতি পূর্ণাঙ্গ আবেদনপত্র সংগ্রহ |
আবেদনের সাথে প্রদত্ত সহায়ক নথি |
প্রয়োজনীয় আবেদনপত্র |
সম্পূর্ণ হওয়ার সময়কাল |
মূল্য এবং জমা করার পদ্ধতি |
১. |
জন্ম মৃত্যুর শংসাপত্র |
১। কলকাতা পৌরসংস্থার প্রধান কার্যালয়ের একতলায় কেন্দ্রীয় নথি সংরক্ষণ দপ্তর থেকে ও এস ১০৫ নং নমুনা আবেদন পত্র সংগ্রহ ও পূরণ করে জমা দিন।
২। পৌরসংস্থার কর্মী জন্ম/মৃত্যুর নিবন্ধীকরণ খাতা যাচাই করবেন।
৩। কেন্দ্রীয় রেকর্ড বিভাগে নির্ধারিত মূল্য জমা দিন।
৪। নথি পাওয়া গেলে ২৩ এইচ/২৪ এইচ আবেদনপত্র পূরণ করে জমা দিন।
৫। স্বাস্থ্য বিভাগের শংসাপত্র অংশে যোগাযোগ করুন। (নথি বিভাগের রসিদ এবং যাচাই করা ২৩ এইচ/২৪ এইচ ফর্ম সঙ্গে নিয়ে।)
৬। স্বাস্থ্য দপ্তরে শংসাপত্রের জন্য প্রয়োজনীয় মূল্য জমা করুন।
|
জন্ম/মৃত্যু শংসাপত্রের কপি যদি থাকে। |
ও এস ১০৫, ২৩, এইচ / ২৪, এইচ |
২০-৩০ মিনিট |
অনুসন্ধান মূল্য-বিনামূল্যে স্বাস্থ্য দপ্তরের মূল্য জন্ম-১০০ টাকা মৃত্যু-১০০ টাকা
|
২. |
বাড়ির নকশার নকল |
১। কলকাতা পৌরসংস্থার প্রধান কার্যালয়ের একতলায় কেন্দ্রীয় নথি সংরক্ষণ দপ্তর থেকে ও এস ১০৫ নং নমুনা আবেদন পত্র সংগ্রহ ও পূরণ করে জমা দিন।
২। পৌরসংস্থার কর্মী বাড়ির নকশা যাচাই করবেন।
৩। কেন্দ্রীয় রেকর্ড বিভাগে নির্ধারিত মূল্য জমা দিন ও রসিদ সংগ্রহ করুন।
৪। রসিদ নিয়ে গৃহনির্মাণ বিভাগে যোগাযোগ করুন ও সেখানে গৃহনির্মাণ নকশার নকল পাওয়ার জন্য আবেদন করুন (অনুমোদন সংখ্যা অবশ্যই উল্লেখ করবেন)।
|
কর দাখিলা, মালিকানা দলিলের নকল |
ও এস ১০৫ |
১ দিন (নির্মাণ বিভাগের প্রয়োজনীয় সময় বাদে। |
আবেদনকারী সম্পত্তির মালিক হলে ৪০০ টাকা, আবেদনকারী সম্পত্তির মালিক না হলে ৬০০ টাকা অনুসন্ধান মূল্য-অতিরিক্ত ৬০ টাকা। এছাড়া নির্মাণ বিভাগে প্রদেয় মূল্য-৬০ টাকা। |
৩. |
কর নির্ধারণ নথি (১৯৫০ সালের পূর্বের) পুনঃ - পরবর্তীকালের নথির জন্য কর নির্ধারণ বিভাগে যোগাযোগ করুন।
|
১। কলকাতা পৌরসংস্থার প্রধান কার্যালয়ের একতলায় কেন্দ্রীয় নথি সংরক্ষণ দপ্তর থেকে ও এস ১০৫ নং নমুনা আবেদন পত্র সংগ্রহ ও পূরণ করে জমা দিন।
২। পৌরসংস্থার কর্মী কর নির্ধারণ নিবন্ধ খাতা যাচাই করবেন।
৩। কেন্দ্রীয় রেকর্ড বিভাগে নির্ধারিত মূল্য জমা দিন ও রসিদ সংগ্রহ করুন।
৪। বিভাগ থেকে কর নির্ধারণ নিবন্ধ খাতার শংসিত নকল সরবরাহ করা হবে।
|
কর দাখিলা, বিক্রয় দলিলের নকল |
ও এস ১০৫ |
৭-১০ দিন |
অনুসন্ধান মূল্য-পাকা বাড়ি ১৫০/৫০০/১০০০ টাকা (বার্ষিক মূল্যায়নের ভিত্তিতে, বস্তি ৫০-১০০ টাকা। শংসিত নকলের জন্য প্রদেয়-পাকা বাড়ি ১০০/১৫০/ ২০০/১০০০ টাকা, বস্তি ৫০-১০০ টাকা।
|
৪. |
অনুজ্ঞাপত্র নথি |
১। কলকাতা পৌরসংস্থার প্রধান কার্যালয়ের একতলায় কেন্দ্রীয় নথি সংরক্ষণ দপ্তর থেকে ও এস ১০৫ নং নমুনা আবেদন পত্র সংগ্রহ ও পূরণ করে জমা দিন।
২। পৌরসংস্থার কর্মী অনুজ্ঞাপত্র নিবন্ধ খাতা যাচাই করবেন।
৩। কেন্দ্রীয় রেকর্ড বিভাগে নির্ধারিত মূল্য জমা দিন ও রসিদ সংগ্রহ করুন।
৪। বিভাগ থেকে অনুজ্ঞাপত্র নিবন্ধ খাতার শংসিত নকল সরবরাহ করা হবে।
|
পুরোনো অনুজ্ঞাপত্রের নকল |
ও এস ১০৫ |
৭-১০ দিন |
অনুসন্ধান মূল্য - ৭৫ টাকা। অনুসন্ধান ও শংসিত নকলের মূল্য - ১৫০ টাকা । |
৫. |
নির্বাচক তালিকার নকল |
১। কলকাতা পৌরসংস্থার প্রধান কার্যালয়ের একতলায় কেন্দ্রীয় নথি সংরক্ষণ দপ্তর থেকে ও এস ১০৫ নং নমুনা আবেদন পত্র সংগ্রহ ও পূরণ করে জমা দিন।
২। পৌরসংস্থার কর্মী নির্বাচক তালিকা যাচাই করবেন।
৩। কেন্দ্রীয় রেকর্ড বিভাগে নির্ধারিত মূল্য জমা দিন ও রসিদ সংগ্রহ করুন।
৪। বিভাগ থেকে নির্বাচক তালিকার শংসিত নকল সরবরাহ করা হবে।
|
পুরোনো অনুজ্ঞাপত্রের নকল |
ও এস ১০৫ |
৭-১০ দিন |
অনুসন্ধান মূল্য-৫০ টাকা (একটি নাম) বিস্তারিত তথ্যের শংসিত নকল-৯০টাকা (একটি নাম) ঐ (জরুরি ভিত্তিতে-১০০টাকা |