(১) নতুন বাসস্থানের দখলি শংসাপত্রের জন্য এবং পরবর্তীকালীন কর্পোরেশনের মূল নিকাশি নালার সঙ্গে সংযোগের জন্য নিম্নলিখিত নিয়মাবলি প্রযোজ্য :
ক) গৃহ-নকশার অনুমোদনের পর মালিককে এর একটি প্রতিলিপিসহ প্লাম্বারের মাধ্যমে বাস্তুদপ্তরের কাছে নিকাশি ব্যবস্থার অনুমোদনের জন্য আবেদন করতে হবে।
খ) বাস্তু দপ্তর, অনুমোদিত গৃহ-নকশার ভিত্তিতে গৃহস্থ নিকাশি নকশার অনুমোদন দেবে এবং গৃহের অভ্যন্তরীণ কাজকর্ম সম্পূর্ণ করার অনুমতি দেবে।
গ) গৃহের নিকাশি ব্যবস্থার কাজ সম্পূর্ণ হলে এবং কর্পোরেশনের মূল নিকাশির সংযোগের জন্য প্রয়োজনীয় ফি দেওয়া হলে বাস্তু দপ্তর সেই মর্মে শংসাপত্র দেবে।
ঘ) এই নিকাশি-সম্পূর্ণতা শংসাপত্র পাওয়ার পর মালিক গৃহনির্মাণ দপ্তরের কাছে গৃহনির্মাণ আইনের ২এ ধারা অনুযায়ী দখলি শংসাপত্রের জন্য আবেদন করবে।
ঙ) গৃহনির্মাণ দপ্তর বাস্তু দপ্তরের কাছ থেকে পাওয়া শংসাপত্রের ভিত্তিতে দপ্তরের অন্যান্য প্রয়োজনীয় কাজকর্মের পর এবং নির্দিষ্ট ফি পাওয়ার পর দখলি শংসাপত্র প্রদান করবে।
চ) গৃহনির্মাণ দপ্তরের কাছ থেকে এই দখলি শংসাপত্র পাওয়ার পর বাস্তু দপ্তর গৃহ-নিকাশি ব্যবস্থাকে কর্পোরেশনের মূল নিকাশি ব্যবস্থার সঙ্গে যুক্ত করবে।
(২) কর্পোরেশনের নিকাশি ব্যবস্থার সঙ্গে সংযুক্তিকরণের পদ্ধতি দপ্তরের আদেশনামা নং ২ তারিখ ৩০/০৪/২০০৩ মোতাবেক :
ক) অনুমোদিত গৃহনির্মাণ নকশা পাওয়ার পর মালিক বাস্তু দপ্তরে কর্পোরেশনের লাইসেন্সপ্রাপ্ত প্লাম্বারের মারফত গৃহ-নিকাশি নকশা অনুমোদনের জন্য আবেদন করবে।
খ) বাস্তুদপ্তর অনুমোদিত গৃহনির্মাণ নকশার ভিত্তিতে গৃহনিকাশি নকশার অনুমোদন দেবে এবং অনুমোদিত নকশা অনুযায়ী গৃহের অভ্যন্তরীণ বাকি কাজকর্ম করবার অনুমোদন দেবে।
গ) অভ্যন্তরীণ নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ হলে এবং নিকাশি-সংযুক্তির জন্য যথাযোগ্য ফি প্রদান করা হলে বাস্তু-দপ্তর এই মর্মে একটি সম্পূর্ণতা-শংসাপত্র প্রদান করবে।
ঘ) এই নিকাশি সংযুক্তি শংসাপত্রটির ভিত্তিতে গৃহনির্মাণ আইনের ২৬ নং ধারা অনুযায়ী মালিক গৃহনির্মাণ দপ্তরের কাছে দখলি শংসাপত্রের জন্য আবেদন করবে।
ঙ) নিকাশি-সংযুক্তি শংসাপত্র পাওয়ার পর গৃহনির্মাণ দপ্তর অন্যান্য প্রয়োজনীয় বিধি সম্পূর্ণ হলে এবং যথাযোগ্য ফি প্রদান করা হলে দখলি শংসাপত্র প্রদান করবে।
চ) বাস্তু দপ্তর গৃহনির্মাণ দপ্তরের কাছ থেকে এই দখলি শংসাপত্র পেলে গৃহ-নিকাশি ব্যবস্থাকে কর্পোরেশনের মূল নিকাশির সঙ্গে সংযুক্ত করবে।
(৩) গৃহনিকাশি নির্মাণ :
গৃহনিকাশি নকশা অনুমোদিত হলে প্লাম্বার এই নকশা অনুযায়ী অভ্যন্তরীণ নিকাশি ব্যবস্থার নির্মাণ সম্পূর্ণ করবে।
উপরে
(৪) ব্যবসায়ের তরল বর্জ্য নিকাশি ব্যবস্থা :
কলকাতা পৌর আইন, ১৯৮০
ধারা ৩০১ : এই আইনের ধারা এবং তদাধীন বিধি বা সমকালীন অন্য কোনো প্রযুক্ত আইনের বলে কোনো ব্যবসায়িক গৃহের ভোগ দখলকারী ব্যক্তি, পৌরমহাধ্যক্ষের অনুমতি সাপেক্ষে উক্ত আইন এবং তদাধীন বিধি বা সমকালীন অন্য কোনো প্রযুক্ত আইনের দ্বারা অধিকারপ্রাপ্ত হয়ে উক্ত ব্যক্তি বিশেষ ক্ষেত্রে এরূপ কোনো অনুমতি ব্যতিরেকে ঐ গৃহের পরিত্যক্ত তরল বর্জ্য, পৌর নর্দমায় নিষ্কাশন করতে পারেন।
[ ব্যবসায়িক নিষ্কাশনের বিশেষ ব্যবস্থা ]
ধারা ৩০২ : বর্তমান আইনের ধারা, তদাধীন বিধি, প্রচলিত ব্যবহার, প্রথা বা চুক্তির অনুপস্থিতিতে পৌর মহাধ্যক্ষের মতানুসারে কোনো ব্যবসায় গৃহের উপযুক্ত ও কার্যকরী নিকাশি ব্যবস্থা না থাকলে, কলকাতার সাধারণ নিকাশি ব্যবস্থার বহির্ভূত কিন্তু অন্য কোনোভাবে আপত্তিকর নয় এরূপ ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি (পৌরমহাধ্যক্ষ) উক্ত গৃহের মালিক বা ভোগ-দখলকারীর প্রতি নিম্নলিখিত মর্মে বিজ্ঞপ্তি জারি করতে পারেন -
[ ব্যবসায়িক-নিষ্কাশনের বিশেষ ব্যবস্থা অনুসারে ]
ক) বিজ্ঞপ্তিতে বর্ণিত ব্যবস্থা অনুযায়ী নির্দিষ্ট সময়কালে নির্দিষ্ট নর্দমা দিয়ে তরল বর্জ্য নিষ্কাশন করার জন্য এবং উক্ত বিজ্ঞপ্তি থাকা সত্বেও যে কোনো সময়ে ঐ নিষ্কাশন বন্ধ করার জন্য।
খ) ব্যবসায়িক তরল বর্জ্যকে শোধন করে পৌর নর্দমায় নিষ্কাশিত করার জন্য এবং শোধন পদ্ধতির অঙ্গ হিসাবে বিজ্ঞপ্তিতে বর্ণিত নির্দিষ্ট যন্ত্র, যন্ত্রাংশ, যান্ত্রিক ব্যবস্থা বা কল স্থাপনের জন্য।
গ) বিজ্ঞপ্তি নির্দিষ্ট পদ্ধতিতে, মাপে, বর্ণনানুসারে ঢাল এবং স্তর অনুসরণ করে, নিকাশিমুখ গঠন করে বিশেষ নর্দমা তৈরি করে নেওয়ার জন্য।
ঘ) বিজ্ঞপ্তি নির্দিষ্ট উপায়ে বর্তমান নর্দমা বা নর্দমায় ব্যবহৃত যন্ত্র, যন্ত্রাংশ বা যান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন, সংশোধন, সংস্কার, মেরামত করার জন্য।
(৫) নিকাশি ব্যবস্থার জন্য প্রদেয় মাশুল :
কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট ১৯৮০ র ৩০৭ ধারার পাঠসহ ৬০২ ধারা অনুসারে ১লা নভেম্বর ১৯৯৮ থেকে নর্দমা নিকাশি পরিষেবার জন্য বার্ষিক প্রদেয়র ওপর লেভি ধার্য করেছেন।
উক্ত আইনের ৩০৭ ধারানুসারে লেভির উক্ত আইনের ২৩৯ ধারানুসারে পরিমাণ হবে উক্ত আইনের ৩৯০ ধারায় বর্ণিত কোনো প্রতিষ্ঠান, ব্যবসায়, শিল্প, গুদাম, সমাবেশ গৃহ ইত্যাদিতে প্রদত্ত অগৃহস্থালি জলসংযোগের জন্য বার্ষিক প্রদেয়র ২৫ শতাংশ।
|