কলকাতা পৌরসংস্থার আইনের ২৯ নং অধ্যায়ের ধারা অনুসারে কলকাতা পৌরসংস্থার বাধ্যতামূলক কার্যাবলি নিম্নরূপ :-
১। কলকাতা পৌর এলাকায় পানীয় জল সরবরাহ।
২। ময়লা, আবর্জনা ও অন্যান্য দূষণসৃষ্টিকারী পদার্থ অপসারণ।
৩। সর্বজনীন পথ নির্মাণ ও মেরামত।
৪। সর্বজনস্থানে আলো জ্বালানোর ব্যবস্থাপনা।
৫। কলকাতা পৌরসংস্থা এলাকায় পয়ঃপ্রণালি এবং নিকাশি ব্যবস্থা করা।
৬। রাস্তার নামকরণ এবং গৃহের নম্বর দেওয়া।
৭। রাস্তার ধারে এবং অন্যত্র বৃক্ষরোপণ করা।
৮। সর্বজনীন পার্ক, বাগান এবং প্রমোদ কাননগুলি সাজানো ও রক্ষণাবেক্ষণ করা।
৯। স্বাস্থ্য ও কল্যাণমূলক কাজ করা।
১০। অনুজ্ঞাপত্র প্রদানের মাধ্যমে শহরের ব্যবসায়িক কার্যকলাপ নিয়ন্ত্রণ করা।
১১। পৌরবাজার এবং কসাইখানার ব্যবস্থাপনা।
১২। শহরের ঐতিহ্যস্মারকগুলি রক্ষণাবেক্ষণ করা।
১৩। নথি এবং দলিল সংরক্ষণ এবং পরিসংখ্যান প্রস্তুত করা।
১৪। নিজ দায়িত্বে অথবা পরোক্ষভাবে অগ্নিনির্বাপণের জন্য জল সরবরাহ করা।
কলকাতা পৌরসংস্থার আইনের ৩০ নং অধ্যায়ের ধারা অনুসারে কলকাতা পৌরসংস্থার বিবেচনামূলক কার্যাবলি নিম্নরূপ :-
১) শিক্ষার প্রসার ঘটানো।
২) পাঠাগার, যাদুঘর, পশুপাখির সংগ্রহ গড়ে তোলা এবং রক্ষণাবেক্ষণ করা।
৩) জমি-বাড়ি জরিপ ও সমীক্ষা করা।
৪) সর্বজনীন স্থানে অথবা প্রমোদকেন্দ্রে সংগীত ও বিনোদনের ব্যবস্থাপনা।
৫) মেলা ও প্রদর্শনী সংগঠিত করা ও ব্যবস্থাপনা করা।
৬) পূর্বোল্লিখিত উদ্দেশ্যে স্থাবর ও অস্থাবর সম্পত্তি অধিগ্রহণ করা।
৭) বিশ্রামাগার, দরিদ্রদের জন্য আবাস, চিকিৎসাকেন্দ্র, শিশু আবাস, বোবা-কালা এবং অক্ষমদের আবাস স্থাপন।
৮) গবাদি পশু-আগার (খোঁয়াড়) স্থাপন এবং রক্ষণাবেক্ষণ।
৯) কর্মচারীদের জন্য আবাস ক্রয়, নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করা।
১০) কর্মচারী মঙ্গলে কার্যক্রম গ্রহণ।
১১) হাসপাতাল এবং ডিসপেনসারি স্থাপন ও পরিচালনা।
১২) জনস্বাস্থ্যের উন্নয়নে সুইমিং পুল, স্নানাগার এবং অন্যান্য প্রতিষ্ঠান স্থাপন ও উন্নয়ন।
১৩) গুদামঘর, গ্যারেজ, শেড এবং পশুশববাহী যান নির্মাণ ক্রয় ও রক্ষণাবেক্ষণ।
১৪) গৃহহীনদের জন্য আবাস নির্মাণ।
১৫) জন নিরাপত্তা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে যে কোনো কার্যক্রম গ্রহণ।
|
উপরে |