Official Website of Kolkata Municipal Corporation
   
۩   প্রথম পাতা

শিক্ষা বিভাগ :: কয়েকটি জরুরি প্রশ্নোত্তর
 
১। এই বিভাগের প্রধান কাজ কী?
২। কোনো শিশুর বিদ্যালয় জীবন শুরু হবে কোন শ্রেণী থেকে?
৩। কোন ভাষা মাধ্যমে কলকাতা পৌর বিদ্যালয়গুলিতে শিক্ষাদান করা হয়?
৪। কোনো শিশু বিদ্যালয়ের দিবা বিভাগে পড়াশুনা করতে পারবে না, তার জন্য কি প্রাতঃ বা সান্ধ্য বিভাগে পড়াশুনা করার সুযোগ আছে?
৫। প্রাতঃ এবং দিবা বিভাগে বিদ্যালয়ে কোন সময়ে পাঠদান করা হয়?
৬। কোনো ছাত্র বা ছাত্রীর বই কেনার মতো আর্থিক সামর্থ্য নেই, তার জন্য কি বিনামূল্যে বই দেওয়ার কোনো ব্যবস্থা আছে?
৭। কলকাতা পৌর প্রাথমিক বিদ্যালয়ে কি দ্বিপ্রাহরিক আহারেরর কোনো ব্যবস্থা আছে?
৮। কলকাতা পৌরসংস্থা পরিচালিত বিদ্যালয়ে কি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার কোনো ব্যবস্থা আছে? অসুস্থ ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করার কোনো ব্যবস্থা আছে?
৯। কলকাতা পৌর প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সমাজ ও সংস্কৃতি বিষয়ক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ আছে?
১০। প্রতি বছরই কি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়?
১১। ভর্তির আবেদন পত্র কি বিনামূল্যে বিতরিত হয়?
১২। কোনোরকম ভর্তি ফি নেওয়া হয় কি?
১৩। শিশুকে পৌর বিদ্যালয়ে ভর্তি করতে কোন কোন নথি জমা দেওয়া প্রয়োজন?
১৪। কোনো মহিলার স্বামী ব্যবসা উপলক্ষ্যে বিদেশে থাকলে তিনি কি তাঁর সন্তানকে পৌর বিদ্যালয়ে ভর্তি করতে পারবেন?
১৫। কলকাতা পৌর প্রাথমিক বিদ্যালয়গুলিতে কোন কোন শ্রেণীর পড়াশুনা করানো হয়?
১৬। কোনো বাঙালী পরিবারের সন্তান কি হিন্দি মাধ্যম বিদ্যালয়ে ভর্তি হতে পারবে?
১৭। এই বিদ্যালয়গুলিতে কতগুলি শ্রেণী আছে এবং কতজন শিক্ষক সেখানে পাঠদান করেন?
১৮। যেখানে শ্রেণী এবং বিভাগের তুলনায় শিক্ষক সংখ্যা কম সেই বিদ্যালয়ে কীভাবে পাঠদান প্রক্রিয়া চলে?
১৯। কত সময় অন্তর এই বিদ্যালয়গুলিতে পরীক্ষাগ্রহণের ব্যবস্থা রয়েছে?
২০। বছরের মাঝামাঝি সময়ে তৃতীয় শ্রেণীতে পাঠরত কোনো শিশু অন্য শহর থেকে কলকাতায় বসবাসের জন্য এলে তাকে কী পৌর বিদ্যালয়ে ভর্তি নেওয়া হবে?
২১। বিশেষ পাঠদানের কোনো ব্যবস্থা পৌর বিদ্যালয়ে আছে?
২২। বিদ্যালয় সম্পর্কে অভিযোগ বা পরামর্শ কোথায় জানাতে হবে?
২৩। কোনো এলাকার বেশীরভাগ অধিবাসী হিন্দি ভাষী কিন্তু সেখানে কোনো হিন্দি মাধ্যম বিদ্যালয় নেই, সেখানে একটি হিন্দি মাধ্যম বিদ্যালের জন্য কার কাছে প্রস্তাব জানাতে হবে?
২৪। শিক্ষক-শিক্ষিকাদের কি প্রশিক্ষণ দেওয়া হয়?
২৫। কলকাতা পৌরসংস্থা কতগুলি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করে? ভাষা মাধ্যম বিভাগ করে কোনো হিসাব কি দেওয়া সম্ভব?
২৬। ১১ বছর বয়স্ক কোনো শিশু বিদ্যালয়ের নিয়মিত সময়ে অন্যত্র কাজ করে। তার শিক্ষার জন্য কি অন্য কোনো ব্যবস্থা আছে?
২৭। শিশু শিক্ষা কেন্দ্রগুলিতে ছাত্র-ছাত্রীদের কোন কোন শ্রেণীতে পাঠদান করা হয়?
২৮। কলকাতা পৌরসংস্থার পরিচালনায় কতগুলি শিশুশিক্ষাকেন্দ্র চলে?
২৯। বিদ্যালয়ে খেলাধুলার কোনো ব্যবস্থা আছে কি?
৩০। বিদ্যালয়ের ছাত্রদের কাছে পড়াশুনাকে আকর্ষণীয় করে তোলার জন্য কলকাতা পৌরসংস্থার কোনো পরিকল্পনা বা কর্মসূচী আছে কি?
৩১। বিভিন্ন ভাষার পঠনমাধ্যমে ছাত্রছাত্রীর সংখ্যা কত?
 

১। এই বিভাগের প্রধান কাজ কী?
এই বিভাগের প্রধান কাজ হল :
ক) কলকাতা পৌরসংস্থা এলাকার গরীব শিশুদের মধ্যে প্রাথমিক শিক্ষার বিস্তার।
খ) জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে শিশুদের মধ্যে জ্ঞানের প্রসার।
গ) শিক্ষা বিষয়ক বিভিন্ন কর্মসূচী গ্রহণ।

উপরে

২। কোনো শিশুর বিদ্যালয় জীবন শুরু হবে কোন শ্রেণী থেকে?
একটি শিশু ৫ অথবা ৬ বছর বয়সে প্রাক-প্রাথমিক শ্রেণীতে বা ১ম শ্রেণীতে ভর্তি হয়।


৩। কোন ভাষা মাধ্যমে কলকাতা পৌর বিদ্যালয়গুলিতে শিক্ষাদান করা হয়?
বাংলা, হিন্দী এবং উর্দু মাধ্যমে পৌর বিদ্যালয়গুলিতে শিক্ষাদান করা হয়।


৪। কোনো শিশু বিদ্যালয়ের দিবা বিভাগে পড়াশুনা করতে পারবে না, তার জন্য কি প্রাতঃ বা সান্ধ্য বিভাগে পড়াশুনা করার সুযোগ আছে?
কলকাতা পৌরসংস্থা প্রাতঃ এবং দিবা উভয় বিভাগে বিদ্যালয় পরিচালনা করে থাকে। সান্ধ্য বিভাগে কোনো বিদ্যালয় পরিচালিত হয় না।


৫। প্রাতঃ এবং দিবা বিভাগে বিদ্যালয়ে কোন সময়ে পাঠদান করা হয়?
প্রাতঃ বিভাগে সকাল ৭-০০টা থেকে ১১-০০টা এবং দিবা বিভাগে বেলা ১১-৩০ থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যালয়ে পাঠদান প্রক্রিয়া চলে।


৬। কোনো ছাত্র বা ছাত্রীর বই কেনার মতো আর্থিক সামর্থ্য নেই, তার জন্য কি বিনামূল্যে বই দেওয়ার কোনো ব্যবস্থা আছে?
হ্যাঁ, কলকাতা পৌরসংস্থা সমাজের সর্ব অংশে শিক্ষার প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ, এই দৃষ্টিকোণ থেকে পৌর বিদ্যালয়গুলিতে ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক সরবরাহ করা হয়।


৭। কলকাতা পৌর প্রাথমিক বিদ্যালয়ে কি দ্বিপ্রাহরিক আহারের কোনো ব্যবস্থা আছে?
হ্যাঁ, ভারত সরকারের পরিকল্পনা অনুসারে শিশুদের পুষ্টিগত সাহায্যের কর্মসূচির মাধ্যমে প্রতিটি ছাত্র মধ্যাহ্নকালীন আহার পায়, সরকার ছাত্রপিছু মাসিক ৩ কিলোগ্রাম করে চাল সরবরাহ করেন।


৮। কলকাতা পৌরসংস্থা পরিচালিত বিদ্যালয়ে কি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার কোনো ব্যবস্থা আছে? অসুস্থ ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করার কোনো ব্যবস্থা আছে?
হ্যাঁ, ছাত্র-ছাত্রীরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পায়। ওষুধও বিনামূল্যে দেওয়া হয়। কলকাতা পৌরসংস্থা আরও ওষুধ সরবরাহের প্রচেষ্টা চালাচ্ছে।

৯। কলকাতা পৌর প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সমাজ ও সংস্কৃতি বিষয়ক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ আছে?
হ্যাঁ, পৌর বিদ্যালয়ের সঙ্গীত শিক্ষকরা নিয়মিত শিক্ষাদান করেন। শিক্ষক-শিক্ষিকারা শিশুদের সাধারণতন্ত্র দিবস, নেতাজী সুভাষ জন্ম দিবস, স্বাধীনতা দিবস বা শিক্ষক দিবসের মতো বিশেষ অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে পারদর্শী করে তোলেন।

উপরে

১০। প্রতি বছরই কি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়?
হ্যাঁ, প্রায় প্রতি বছরই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যদিও অনিবার্য কারণে ব্যতিক্রমও ঘটে থাকে।

১১। ভর্তির আবেদন পত্র কি বিনামূল্যে বিতরিত হয়?
হ্যাঁ।


১২। কোনোরকম ভর্তি ফি নেওয়া হয় কি?
না।


১৩। শিশুকে পৌর বিদ্যালয়ে ভর্তি করতে কোন কোন নথি জমা দেওয়া প্রয়োজন?
নিম্নলিখিত নথিগুলি জমা দিতে হয় :
ক) পূরণ করা ভর্তির আবেদনপত্র
(খ) জন্ম শংসাপত্র
(গ) নিবাস শংসাপত্র
ঘ) ২য় বা উচ্চতর শ্রেণীতে ভর্তির জন্য পূর্বতন বিদ্যালয় থেকে বদলীর শংসাপত্র (ট্রান্সফার সার্টিফিকেট)
উপরোক্ত নথী না থাকলেও ভর্ত্তির ব্যবস্থা হয়।

উপরে

১৪। কোনো মহিলার স্বামী ব্যবসা উপলক্ষ্যে বিদেশে থাকলে তিনি কি তাঁর সন্তানকে পৌর বিদ্যালয়ে ভর্তি করতে পারবেন?
হ্যাঁ, অবশ্যই, প্রত্যেক ‘মা’ কেই আমরা স্বাগত জানাই তাঁদের সন্তানদের পৌর বিদ্যালয়ে আনার জন্য।


১৫। কলকাতা পৌর প্রাথমিক বিদ্যালয়গুলিতে কোন কোন শ্রেণীর পড়াশুনা করানো হয়?
কলকাতা পৌরসংস্থার অধীনে বেশিরভাগই প্রাথমিক বিদ্যালয়। এ গুলিতে নিম্নলিখিত শ্রেণীতে পাঠদান করা হয় :
ক) প্রস্তুতি শ্রেণী থেকে ৪র্থ শ্রেণী
(খ) কোন কোন বিদ্যালয়ে ৫ম শ্রেনী অবধি।


১৬। কোনো বাঙালী পরিবারের সন্তান কি হিন্দি মাধ্যম বিদ্যালয়ে ভর্তি হতে পারবে?
হ্যাঁ, কলকাতা পৌরসংস্থা শিশুদের পারিবারিক পটভূমি অনুযায়ী কোনো বিভেদে বিশ্বাস করে না। পৌরসংস্থার লক্ষ্য হল পারিবারিক, ধর্মীয়, জাতিগত প‌টভূমি নির্বিশেষে যত বেশী সম্ভব শিশুকে বিদ্যালয়ে নিয়ে আসা।

১৭। এই বিদ্যালয়গুলিতে কতগুলি শ্রেণী আছে এবং কতজন শিক্ষক সেখানে পাঠদান করেন?
সাধারণত: ৪ জন শিক্ষক প্রস্তুতি শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করেন। কোথাও কোথাও ৫ জন শিক্ষকও আছেন। সঙ্গে সহায়ক/সহায়িকাও থাকেন।

উপরে

১৮। যেখানে শ্রেণী এবং বিভাগের তুলনায় শিক্ষক সংখ্যা কম সেই বিদ্যালয়ে কীভাবে পাঠদান প্রক্রিয়া চলে?
সেরকম অবস্থায় যৌথ শ্রেণীতে শিক্ষাদান করা হয়, যদিও পৌরসংস্থা বহুসংখ্যক শিক্ষক নিয়োগ করেছে যাতে যৌথ শ্রেণীতে পঠন-পাঠন এড়িয়ে চলা যায়।


১৯। কত সময় অন্তর এই বিদ্যালয়গুলিতে পরীক্ষাগ্রহণের ব্যবস্থা রয়েছে?
একটি পাঠবর্ষে তিনবার পরীক্ষা গ্রহণ করা হয়।


২০। বছরের মাঝামাঝি সময়ে তৃতীয় শ্রেণীতে পাঠরত কোনো শিশু অন্য শহর থেকে কলকাতায় বসবাসের জন্য এলে তাকে কী পৌর বিদ্যালয়ে ভর্তি নেওয়া হবে?
শিক্ষাবর্ষের শেষার্ধে কোনো বিষয়ে মাত্র কয়েকটি পাঠ পর্যায় (ক্লাস) বাকী থাকে তাই এরকম ক্ষেত্রে পরবর্তী শিক্ষাবর্ষের শুরুতে বদলীর শংসাপত্র সহ আবেদন করাই বাঞ্ছনীয়।


২১। বিশেষ পাঠদানের কোনো ব্যবস্থা পৌর বিদ্যালয়ে আছে?
না, কোনোরকম ব্যক্তিগত বিশেষ শিক্ষাদানের (কোচিংক্লাস) ব্যবস্থা নেই। প্রয়োজনকালে ছাত্রছাত্রীদের অন্তর্বর্তী অবসরে শিক্ষকরা পাঠদান করেন।

২২। বিদ্যালয় সম্পর্কে অভিযোগ বা পরামর্শ কোথায় জানাতে হবে?
লিখিত অভিযোগ জমা দিতে হবে : শিক্ষা বিভাগ (কেন্দ্রীয় ভবন), কলকাতা পৌরসংস্থা, ১, হগ স্ট্রীট/হগ বিল্ডিং (২য় তল) ,কলকাতা-৭০০০৮৭ (দূরভাষ: ২২৮৬-১০০০ এক্স-২৪৯২, ২৫৩৪)।


২৩। কোনো এলাকার বেশীরভাগ অধিবাসী হিন্দি ভাষী কিন্তু সেখানে কোনো হিন্দি মাধ্যম বিদ্যালয় নেই, সেখানে একটি হিন্দি মাধ্যম বিদ্যালয়ের জন্য কার কাছে প্রস্তাব জানাতে হবে?
হিন্দী বিদ্যালয়ের একটি গণপ্রস্তাব প্রস্তুত করে কলকাতা পৌরসংস্থার কর্তৃপক্ষের কাছে বিবেচনার জন্য পাঠাতে হবে।


২৪। শিক্ষক-শিক্ষিকাদের কি প্রশিক্ষণ দেওয়া হয়?
সাধারণত, শিক্ষকরা সরকারী প্রাথমিক শিক্ষক শিক্ষণ কলেজ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হন। বিশেষ ক্ষেত্রে বিদ্যালয়ে যোগ দেওয়ার পর কলকাতা পৌরসংস্থা প্রশিক্ষণের ব্যবস্থা করেন।


২৫। কলকাতা পৌরসংস্থা কতগুলি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করে? ভাষা মাধ্যম বিভাগ করে কোনো হিসাব কি দেওয়া সম্ভব?
কলকাতা পৌরসংস্থার অন্তর্গত ২৬৩টি প্রাথমিক বিদ্যালয় আছে।(বাংলা-১৫৪, হিন্দি-৪৬, উর্দু-৫৬, বাংলা-উর্দু মিশ্রিত-৫, হিন্দি-উর্দু মিশ্রিত-২)

উপরে

২৬। ১১ বছর বয়স্ক কোনো শিশু বিদ্যালয়ের নিয়মিত সময়ে অন্যত্র কাজ করে। তার শিক্ষার জন্য কি অন্য কোনো ব্যবস্থা আছে?
কলকাতা পৌরসংস্থা পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ে সান্ধ্য বিভাগের ব্যবস্থা নেই, কিন্তু শিশু শিক্ষাকেন্দ্রে এইধরনের ব্যবস্থা আছে। শিশুরা প্রাত্যহিক বিভাগে আসতে পারে।


২৭। শিশু শিক্ষা কেন্দ্রগুলিতে ছাত্র-ছাত্রীদের কোন কোন শ্রেণীতে পাঠদান করা হয়?
শিশু শিক্ষা কেন্দ্রগুলিতে ছাত্র-ছাত্রীদের প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়।


২৮। কলকাতা পৌরসংস্থার পরিচালনায় কতগুলি শিশুশিক্ষাকেন্দ্র চলে?
কলকাতা পৌরসংস্থার পরিচালনায় ১০২টি শিশুশিক্ষাকেন্দ্র চলে।


২৯। বিদ্যালয়ে খেলাধুলার কোনো ব্যবস্থা আছে কি?
ছাত্র-ছাত্রীদের ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য খেলাধুলায় অংশ গ্রহণের জন্য কলকাতা পৌরসংস্থা তাদের বিদ্যালয় সংলগ্ন উদ্যান এবং খেলারমাঠ গড়ে তোলার ব্যাপারে আগ্রহী।


৩০। বিদ্যালয়ের ছাত্রদের কাছে পড়াশুনাকে আকর্ষণীয় করে তোলার জন্য কলকাতা পৌরসংস্থার কোনো পরিকল্পনা বা কর্মসূচী আছে কি?
পাঠক্রম বর্হিভূত অতিরিক্ত আনুষঙ্গিক কার্যকলাপ ছাড়াও পৌরসংস্থা ছাত্রছাত্রীদের বিবিধ সুযোগ প্রদান করে থাকে, যেমন সায়েন্স সিটিতে শিক্ষামূলক ভ্রমণ, চিড়িয়াখানা, সার্কাসে বেড়াতে নিয়ে যাওয়া ইত্যাদি।


৩১। বিভিন্ন ভাষার পঠনমাধ্যমে ছাত্রছাত্রীর সংখ্যা কত?
বাংলা মাধ্যমে ১৩৩৩৮ জন, হিন্দী মাধ্যমে ৫৬১১ জন, উর্দু ৬৮৯৯ জন, বাংলা-উর্দু মিশ্র মাধ্যমে ৬৮১ জন, এবং হিন্দী-উর্দু মিশ্র মাধ্যমে ৪৪২ জন ছাত্রছাত্রী আছে।

উপরে