১। |
বর্তমানে কলকাতা পৌরসংস্থা কর্তৃক বাংলা, হিন্দি উর্দু-এ তিনটি মাধ্যমে বালক ও বালিকাদের জন্য পরিচালিত বিদ্যালয়ের সংখ্যা - ২৬৩ |
|
বাংলা মাধ্যম বিদ্যালয় - ১৫৪টি |
|
হিন্দি মাধ্যম বিদ্যালয় - ৪৬টি |
|
উর্দু মাধ্যম বিদ্যালয় - ৫৬টি |
|
বাংলা-উর্দু মিশ্র মাধ্যম বিদ্যালয় - ৫টি |
|
হিন্দি-উর্দু মিশ্র মাধ্যম বিদ্যালয় - ২টি |
|
|
২। |
বিদ্যালয়ের মাধ্যম অনুযায়ী বর্তমানে শিক্ষক শিক্ষিকার সংখ্যা : |
|
বাংলা মাধ্যম বিদ্যালয় - ৩২৮ |
|
হিন্দি মাধ্যম বিদ্যালয় - ১০০ |
|
উর্দু মাধ্যম বিদ্যালয় - ১১১ |
|
বাংলা-উর্দু মিশ্র মাধ্যম বিদ্যালয় - ১৮ |
|
হিন্দি-উর্দু মিশ্র মাধ্যম বিদ্যালয় - ১২ |
|
সঙ্গীত শিক্ষক/শিক্ষিকা - ৬ |
|
হস্তশিল্পের শিক্ষক/শিক্ষিকা - ৭ |
|
|
৩। |
বিদ্যালয়ের মাধ্যম অনুযায়ী বর্তমানে ছাত্র ছাত্রীর সংখ্যা : |
|
বাংলা মাধ্যম বিদ্যালয় - ১৩৩৩৮ |
|
হিন্দি মাধ্যম বিদ্যালয় - ৫৬১১ |
|
উর্দু মাধ্যম বিদ্যালয় - ৮৬৮১ |
|
বাংলা-উর্দু মিশ্র মাধ্যম বিদ্যালয় - ৬৮১ |
|
হিন্দি-উর্দু মিশ্র মাধ্যম বিদ্যালয় - ৪৪২ |
|
মোট ছাত্র ছাত্রীর সংখ্যা - ২৬৯৭১ |
|
|
৪।
|
পশ্চিমবঙ্গ সরকারেরর আর্থিক সহযোগিতায় কলকাতা পৌরসংস্থা ০১ থেকে ১৪১ নম্বর ওয়ার্ডের মধ্যে মোট ১০২টি শিশু শিক্ষাকেন্দ্র পরিচালনা করে। |
|
বাংলা মাধ্যম - ৭২টি |
|
হিন্দি মাধ্যম - ১০টি |
|
উর্দু মাধ্যম - ১৭টি |
|
ওড়িয়া মাধ্যম - ০১টি
মোট ২০৪ জন সহায়ক এবং ২ জন পরিদর্শক এই কাজে নিয়োজিত রয়েছেন। |
|
৫।
|
কলকাতা পৌর বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং সংলগ্ন এলাকার শিশুদের কল্যাণার্থে নিম্নলিখিত প্রকল্পগুলি গৃহীত হয়েছে। |
|
কলকাতা পৌরপ্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। |
|
নিয়মিত রাজ্যস্তরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ। |
|
বিনামূল্যে পৌরপ্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষাকেন্দ্রের ছাত্রছাত্রীদের জাতীয় পাঠ্যপুস্তক বিতরণ। |
|
ছাত্রছাত্রীদের জন্য গ্রন্থাগার। |
|
সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে সংহত শিক্ষা প্রকল্প মূল্যায়নে অংশগ্রহণ। |
|
রাষ্ট্রসংঘের শিশুশিক্ষা তহবিল (ইউনিসেফ) এর আর্থিক সহায়তায় কলকাতা পৌরসংস্থার শিক্ষা বিভাগের আয়োজনে কলকাতা পৌরসংস্থা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিজ্ঞান চেতনার উন্নয়নের জন্য গৃহীত বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচী। |
|
প্রতি বছর ৮ই সেপ্টেম্বর আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন। |
|
বিদ্যালয়ের পোষাক বিতরণ। |
|
পঠন-পাঠন ও ক্রীড়াপ্রতিযোগিতার পুরষ্কার বিতরণ। |
|
কলকাতা পৌরসংস্থা বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীর জন্য দ্বিপ্রাহরিক আহার বিতরণ। |
|
নেতাজী জন্মদিবস, সাধারণতন্ত্র দিবস, রবীন্দ্রজয়ন্তী, স্বাধীনতা দিবসের মতো পুণ্য দিনগুলি উদ্যাপন করা। |
|
বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ। |
|
ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলিতে শিক্ষামূলক ভ্রমণে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ। |
|
অন্তঃবিদ্যালয় প্রদর্শনীতে উন্নত মডেল নির্মাণ ও প্রদর্শন। |
|
কর্মশিক্ষা ও শারীর শিক্ষায় অংশগ্রহণ। |