Official Website Of Kolkata Municipal Corporation
   
۩   প্রথম পাতা
ব্যবসায় অনুজ্ঞাপত্র পাওয়ার পদ্ধতি
 

১।  কলকাতা পৌরসংস্থা আইনের ১৯৯ অনুচ্ছেদ অনুসারে নির্দ্ধারিত মুসাবিদা অনুসরণে একটি দরখাস্ত জমা দিতে হবে।


২।  ব্যবসায় স্থানটি যদি
ক) আবেদনকারীর মালিকানাধীন হলে পৌর করের বিল জমা দিতে হবে।
খ) আবেদনকারীর ভাড়া করা হয় তাহলে ভাড়ার রসিদ জমা দিতে হবে।
গ) আবেদনকারীর লীজে গ্রহণ করা হয় তাহলে লীজ দলিল জমা দিতে হবে।
ঘ) আত্মীয়/কোনো ব্যক্তি ঐ বাড়ির মালিক হিসাবে বিনাভাড়ায় ব্যবহার করতে দেন তাহলে গৃহ মালিকের সম্মতিপত্র জমা দিতে হবে।
ঙ) কোনো স্বীকৃত ভাড়াটিয়া কোনো ব্যক্তিকে বিনা ভাড়ায় ব্যবসাস্থলটি ব্যবহার করতে দেন তাহলে তার সম্মতিপত্রের সাথে ভাড়াটিয়ার নামে প্রদত্ত ব্যবসায় অনুজ্ঞাপত্রটিও জমা দিতে হবে।
চ) কোনো স্বীকৃত ভাড়াটিয়া যদি ব্যবসাস্থলটি ভাড়ার বিনিময়ে কোনো উপভাড়াটিয়াকে ব্যবহার করতে দেন তাহলে গৃহমালিকের সম্মতিপত্রের সাথে প্রকৃত ভাড়াটিয়ার ভাড়ার রসিদ, চালু ব্যবসা অনুজ্ঞাপত্র ইত্যাদি জমা দিতে হবে।
ছ) অনুজ্ঞাপত্র বিভাগের আধিকারিকরা অনুজ্ঞাপত্রহীন ব্যবসায়ের বৈধতা প্রদানকল্পে ব্যবসাস্থল পরিদর্শনের সময় অকুস্থলেই অনুজ্ঞাপত্র দিয়ে থাকেন।

৩।  কোনো কোম্পানী/প্রাইভেট লিমিটেড কোম্পানী পরিচালিত ব্যবসায়ের জন্য নিম্নলিখিত নথিপত্র জমা দিতে হয় :

ক) সমঝোতাপত্র/গোষ্ঠীভুক্তির চুক্তিপত্র।
খ) ৩২ নং ফর্ম ঘোষণাপত্র।
গ) পূরণ করা ১৮ নং ফর্ম।
ঘ) ব্যবসাস্থলের দখলিস্বত্ত্বের প্রমাণ।

৪।  যৌথ ব্যবসার ক্ষেত্রে যৌথতার চুক্তিপত্র জমা দিতে হবে।

উপরে


রাজস্বপত্রে লেখা (স্ট্যাম্প পেপার)/হলফনামা (এফিডেভিট) করা নির্দিষ্ট ছকে ঘোষণাপত্র

ব্যবসাস্থলের এ্যাসেসি নম্বর খুঁজে পাওয়া না গেলে আবেদনকারী ব্যবসায়ীকে যে ঘোষণা করতে হবে :


     প্রতি
    অনুজ্ঞাপত্র আধিকারিক,
    অনুজ্ঞাপত্র বিভাগ,
    ৫নং এস.এন.ব্যানার্জী রোড
    কলকাতা-৭০০০১৩                                                                                           তারিখ : ---------


    বিষয় : ------নং ওয়ার্ডে অনির্দ্ধারিত করসম্বলিত জমি/বাড়িতে নথিভুক্তি শংসাপত্র (অনুজ্ঞাপত্র) প্রদান।


     মহাশয়,

    

    আমি/আমরা মেসার্স -------------------এর মালিক/যৌথ মালিক/নির্দেশক(বৃন্দ) ------------------জমি/বাড়িতে (অনির্দ্ধারিত করসম্বলিত) ------------------- হিসাবে ব্যবসায় পরিচালনারত রয়েছি এবং এক্ষণে বিধিসম্মতভাবে এবং দৃঢ়তার সাথে ঘোষণা করছি যে ;

    উপরোক্ত জমি/বাড়িসংক্রান্ত এ্যাসেসি নম্বর বা প্রেমিসেস নম্বর নির্দ্ধারণ সম্পর্কিত কোনো জটিলতার জন্য কলকাতা পৌরসংস্থা ওই জমি/বাড়িতে চলতে থাকা ব্যবসায়ের অনুমতি হিসাবে আমার/আমাদের পক্ষে প্রদত্ত নথিভুক্তি শংসাপত্র (অনুজ্ঞাপত্র) বাতিল/পরিবর্তন করল বা ফিরিয়ে নিলে আমার/আমাদের তরফ থেকে কোনোরকম আপত্তি নেই।

    ধন্যবাদান্তে ,

    আপনার বিশ্বস্ত,



উপরে