১। কলকাতা পৌরসংস্থা আইনের ১৯৯ অনুচ্ছেদ অনুসারে নির্দ্ধারিত মুসাবিদা অনুসরণে একটি দরখাস্ত জমা দিতে হবে।
ক) আবেদনকারীর মালিকানাধীন হলে পৌর করের বিল জমা দিতে হবে। |
খ) আবেদনকারীর ভাড়া করা হয় তাহলে ভাড়ার রসিদ জমা দিতে হবে। |
গ) আবেদনকারীর লীজে গ্রহণ করা হয় তাহলে লীজ দলিল জমা দিতে হবে। |
ঘ) আত্মীয়/কোনো ব্যক্তি ঐ বাড়ির মালিক হিসাবে বিনাভাড়ায় ব্যবহার করতে দেন তাহলে গৃহ মালিকের সম্মতিপত্র জমা দিতে হবে। |
ঙ) কোনো স্বীকৃত ভাড়াটিয়া কোনো ব্যক্তিকে বিনা ভাড়ায় ব্যবসাস্থলটি ব্যবহার করতে দেন তাহলে তার সম্মতিপত্রের সাথে ভাড়াটিয়ার নামে প্রদত্ত ব্যবসায় অনুজ্ঞাপত্রটিও জমা দিতে হবে। |
চ) কোনো স্বীকৃত ভাড়াটিয়া যদি ব্যবসাস্থলটি ভাড়ার বিনিময়ে কোনো উপভাড়াটিয়াকে ব্যবহার করতে দেন তাহলে গৃহমালিকের সম্মতিপত্রের সাথে প্রকৃত ভাড়াটিয়ার ভাড়ার রসিদ, চালু ব্যবসা অনুজ্ঞাপত্র ইত্যাদি জমা দিতে হবে। |
ছ) অনুজ্ঞাপত্র বিভাগের আধিকারিকরা অনুজ্ঞাপত্রহীন ব্যবসায়ের বৈধতা প্রদানকল্পে ব্যবসাস্থল পরিদর্শনের সময় অকুস্থলেই অনুজ্ঞাপত্র দিয়ে থাকেন। |
৩। কোনো কোম্পানী/প্রাইভেট লিমিটেড কোম্পানী পরিচালিত ব্যবসায়ের জন্য নিম্নলিখিত নথিপত্র জমা দিতে হয় :
ক) সমঝোতাপত্র/গোষ্ঠীভুক্তির চুক্তিপত্র। |
খ) ৩২ নং ফর্ম ঘোষণাপত্র। |
গ) পূরণ করা ১৮ নং ফর্ম। |
ঘ) ব্যবসাস্থলের দখলিস্বত্ত্বের প্রমাণ। |