|
কলকাতা গঙ্গার পূর্ব তীরে অবস্থিত। গঙ্গা নদীর শেষাংশ কলকাতার পাশ দিয়ে বয়ে গিয়ে প্রায় ১৮০ কিমি দূরত্ব অতিক্রম করার পর বঙ্গোপসাগরে মিশেছে। কলকাতা, ব্রিটিশ রাজ কথিত প্রাচ্যের রত্ন সম্পর্কে মৌলিক তথ্য হল ১৯১১ সাল পর্যন্ত কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী এবং বর্তমানে প্রজাতান্ত্রিক ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের রাজধানী।
অবস্থান : কলকাতা ২২° ৩০´ উত্তর অক্ষাংশে এবং ৮৮° ৩০´ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত।
উচ্চতা : সমুদ্রতল থেকে ৬.৪ মিটার (২০ ফুট) (মাউন্ট এভারেস্ট ৮৮৪৮ মিটার)
জলবায়ু : গ্রীষ্মকালে মে-জুন মাসে তাপমাত্রা সর্বাধিক ২৪-৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করে। শীতকালে ডিসেম্বর-জানুয়ারি মাসে সর্বনিম্ন তাপমাত্রা ৮-২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করে। গ্রীষ্মকালে আর্দ্রতার পরিমাণ ৮৫-৬৫ এর মধ্যে থাকে। কিন্তু শীতকাল অতি মনোরম। জুন থেকে সেপ্টেম্বর গড় বৃষ্টিপাতের পরিমাণ ১৫৮ সে.মি.
বিস্তৃতি :
প্রাচীন কলকাতা : সুতানুটি - চিৎপুর, বাগবাজার, শোভাবাজার এবং হাটখোলা
কলকাতা - ধর্মতলা, বহুবাজার, সিমলা, জানবাজার।
গোবিন্দপুর - হেস্টিংস, ময়দান, ভবানীপুর।
নতুন কলকাতা : উত্তরে - সিঁথি, কাশীপুর এবং ঘুঘুডাঙা।
দক্ষিণে - টালিগঞ্জ, খিদিরপুর এবং বেহালা।
পূর্বে - সল্টলেক, বেলিয়াঘাটা এবং তপসিয়া।
পশ্চিমে - হুগলি নদী।
বৃহত্তর কলকাতা : বারুইপুর থেকে বাঁশবেড়িয়া এবং কল্যাণী থেকে বজবজ।
আয়তন(কিলোমিটারে) : ১৪৮০ বর্গ কি.মি. (লন্ডন ১৫৮০ বর্গ কি.মি.)পৌর এলাকা ২০৫ বর্গ কি.মি.।
লোকসংখ্যা : ২০০১ সালের লোক গণনা অনুসারে ৪৫,৮০,৫৪৪ জন।(মুম্বাই ১৪.৮ মিলিয়ন)
জনঘনত্ব : ২৪,৭৬০ জন/ বর্গ কি.মি.
নরনারী অনুপাত : পুরুষ ১০০০ জন, স্ত্রী ৯৫৬ জন।
স্বাক্ষরতার হার : ৮১.৩১ শতাংশ।
মাতৃভাষা : বাংলা-৫৫ শতাংশ, হিন্দি-২০ শতাংশ, ইংরেজি-১০ শতাংশ, অন্যান্য-১৫ শতাংশ।
সর্বভারতীয় ক্রম : জনসংখ্যা এবং আয়তনে ভারতের সপ্তম বৃহত্তম শহর।
|
|