Official Website Of Kolkata Municipal Corporation
   
۩   প্রথম পাতা
নথিভুক্তি-শংসাপত্র পাওয়ার জন্য প্রয়োজনীয় উপকরণ
 
নতুন ব্যবসায় (পেশা)-নথিভুক্তি-শংসাপত্র পাওয়ার জন্য প্রয়োজনীয় সাধারণ নথি -

ব্যবসায়-উদ্যোগী / মালিক / অংশীদার / নির্দেশক / কর্তা / ব্যবস্থাপক(গণ)-এর নাম উল্লেখ করে, স্বাক্ষর, তারিখ, শীলমোহরসহ পরিচ্ছন্ন ‍উপযুক্তভাবে পূর্ণ করা, নির্ধারিত ‍আবেদনপত্র।

সাম্প্রতিক বাড়িভাড়ার রসিদ / বাড়িভাড়া নিয়ামক (রেন্ট কন্ট্রোলার) বিভাগের চালান / দীর্ঘমেয়াদি ভাড়াচুক্তি (লীজ)-দলিল [ আবেদনকারী ব্যবসাস্থলের ভাড়াটিয়া / দীর্ঘমেয়াদি ভাড়াচুক্তি (লীজ)-গ্রহীতা হলে] অথবা কলকাতা পৌরসংস্থার সাম্প্রতিক কর-দাখিলা (রসিদ) / আদেয়ক (বিল) [আবেদনকারী ব্যবসাস্থলের মালিক হলে] এর একপ্রস্থ নকল।

বিনা-ভাড়ার ব্যবসাস্থলের ক্ষেত্রে - স্থানটির ক্ষেত্রফল উল্লেখ করে, সাম্প্রতিক সম্মতিপত্রের আসল, সম্মতিদাতার সাম্প্রতিক ব্যবসায় (পেশা)-নথিভুক্তি-শংসাপত্র [সম্মতিদাতা কোন ব্যবসা পরিচালনা করলে] এবং সেই সাথে সম্মতিদাতার সাম্প্রতিক বাড়িভাড়া-রসিদ / বাড়িভাড়া নিয়ামক (রেন্ট কন্ট্রোলার) বিভাগের চালান / দীর্ঘমেয়াদি ভাড়াচুক্তি (লীজ)-দলিল [সম্মতিদাতা ব্যবসাস্থলের ভাড়াটিয়া / দীর্ঘমেয়াদি ভাড়াচুক্তি (লীজ)-গ্রহীতা হলে] অথবা কলকাতা পৌরসংস্থার সাম্প্রতিক কর-দাখিলা (রসিদ) / আদেয়ক (বিল) [সম্মতিদাতা ব্যবসাস্থলের মালিক হলে] এর একপ্রস্থ নকল।

চুক্তি / শংসিত হস্তান্তর দলিল / বা আই জি আর জমা রসিদের একপ্রস্থ নকল। আই জি আর জমা রসিদের ক্ষেত্রে সম্পত্তি-ক্রয় নিবন্ধীকরণের উদ্দেশ্যে জমা দেওয়া প্রদেয়-রসিদটির বৈধতা সংশ্লিষ্ট আইনজীবী কর্তৃক শংসিত হতে হবে।

ব্যবসাস্থলটি যখন (ক) সরকারি বাজার (খ) কলকাতা পৌর বাজার (গ) কলকাতা পৌরসংস্থা (কে এম সি) বা কলকাতা বন্দর কর্তৃপক্ষ (সি পি টি) বা কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ (সি আই টি) ইত্যাদির মতো সরকারি সংস্থার জমিতে / চত্বরে অবস্থিত তখন কেবলমাত্র প্রকৃত ভাড়াটিয়ার নামে ব্যবসায় (পেশা)-নথিভুক্তি-শংসাপত্র প্রদান করা হবে। এক্ষেত্রে কোনোরকম সম্মতিপত্র বা উপভাড়াটিয়া বৈধ বলে বিবেচিত হবে না।

ব্যবসাস্থলটি সমবায় আবাসনের মধ্যে অবস্থিত হলে অন্যান্য নথি / উপকরণের পাশাপাশি ঐ সমবায় আবাসনের সম্পাদক বা সমতুল্য পদাধিকারীর সম্মতিপত্র।

ব্যবসাস্থলটি সরকারি আবাসনের অন্তর্ভুক্ত হলে সংশ্লিষ্ট আবাসন ব্যবস্থাপক (হাউজিং এস্টেট ম্যানেজার)-এর সাম্প্রতিক সম্মতিপত্র।

পেশাজীবিদের ক্ষেত্রে নতুন নথিভুক্তি শংসাপত্র পাওয়ার জন্য সংশ্লিষ্ট পেশার প্রমাণপত্র।

নির্দিষ্ট কিছু ব্যবসা / বাণিজ্যিক ক্রিয়াকলাপ-এর জন্য ব্যবসায় নথিভুক্তি শংসাপত্র পাওয়ার জন্য প্রাক-শর্ত হিসেবে প্রয়োজনে বিভিন্ন সুনির্দিষ্ট স্বশাসিত সংস্থার অনুমতি / সম্মতিপত্র।


নির্দিষ্ট ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় সুনির্দিষ্ট নথি / উপকরণ -

ক) মদ / সুরা জাতীয় পানীয়, খ) ভোজ্য স্পিরিট, গ) অস্ত্র-শস্ত্র ইত্যাদির সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ের জন্য উপযুক্ত আবগারি কর্তৃপক্ষ এবং পুলিশ কর্তৃপক্ষের অনুমতিপত্র।

পরিবহন (নিজস্ব যান সহ) ব্যবস্থাপনা সংক্রান্ত ব্যবসায়ের জন্য যানের (গুলির) নিবন্ধন বই (ব্লু বুক), বিমা সংক্রান্ত শংসাপত্র এবং গণপরিবহন বিভাগ (পাবলিক ভেহিকেলস ডিপার্টমেন্ট) কিংবা অন্য কোনো উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত যানের (গুলির) সক্ষমতার শংসাপত্র (সার্টিফিকেট অফ ফিটনেস)-এর একপ্রস্থ করে নকল।

দাহ্য অথবা বিস্ফোরক পদার্থ সংশ্লিষ্ট ব্যবসায়ের জন্য পশ্চিমবঙ্গ সরকারের অগ্নিনির্বাপণ অধিকার প্রদত্ত অনুমতিপত্র বা অগ্নিকাণ্ড প্রতিরোধ-ব্যবস্থা সংক্রান্ত অনুজ্ঞাপত্র (ফায়ার লাইসেন্স) এবং বন্দুক / গোলাবারুদ / আতসবাজি ইত্যাদির ক্ষেত্রে বিস্ফোরক আদান-প্রদান সংক্রান্ত অনুজ্ঞাপত্র বা সমতুল্য নথি।

ওষুধ ও ওষুধপ্রস্তুতি সংক্রান্ত ব্যবসায়ের ক্ষেত্রে নতুন ব্যবসায় (পেশা)-নথিভুক্তি-শংসাপত্র পাওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের চিকিৎসা প্রতিষ্ঠান আইন অনুসারে নিবন্ধন (রেজিস্ট্রেশন) বাবদ নির্ধারিত মূল্য প্রদানের রসিদ (৭ নং টি আর ফর্ম-এ)। এক্ষেত্রে ব্যবসায় (পেশা)-নথিভুক্তি-শংসাপত্র পুনর্নবীকরণ-এর জন্য ঔষধ আদান-প্রদান নিয়ামক (ড্রাগ কন্ট্রোলার)-এর অনুমতিপত্র প্রয়োজন।

সেবাকেন্দ্র (নার্সিং হোম) / বেসরকারি হাসপাতাল / চিকিৎসা সহায়ক পরীক্ষাগার (প্যাথোলজিক্যাল ল্যাবোরেটরি) সংক্রান্ত ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবসায় (পেশা)-নথিভুক্তি-শংসাপত্র পাওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের চিকিৎসা প্রতিষ্ঠান আইন অনুসারে উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত অনুজ্ঞাপত্র।

পণ্য আমদানি রপ্তানি ব্যবস্থাপক সংস্থার (ক্লিয়ারিং ফরোয়ার্ডিং এজেন্সি) ক্ষেত্রে ব্যবসায় (পেশা)-নথিভুক্তি-শংসাপত্র পাওয়ার জন্য বিষয় অনুযায়ী উপযুক্ত সংস্থা (আমদানি-রপ্তানি শুল্ক বিভাগ / আবগারি শুল্ক বিভাগ / নিয়োজক সংস্থা বা সংশ্লিষ্ট উদ্দেশ্যে উপযুক্ত সমতুল্য কোনো সংস্থা) কর্তৃক প্রদত্ত, ব্যবস্থাপক সংস্থা হিসাবে স্বীকৃতির শংসাপত্র (এজেন্সি সার্টিফিকেট)।

নৃত্যশিল্পী ও সঙ্গীতশিল্পীদের ক্ষেত্রে ব্যবসায় (পেশা)-নথিভুক্তি-শংসাপত্র পাওয়ার জন্য রেশন কার্ড / পাসপোর্ট / ভোটার পরিচয়পত্র / প্যান কার্ড-এর নকল, সাম্প্রতিক ব্যবসায় (পেশা)-নথিভুক্তি-শংসাপত্র সহ নৃত্য ও সঙ্গীত পরিবেশনের জন্য নিয়োজক সংস্থার অনুমতিপত্র এবং দুপ্রস্থ সাম্প্রতিক পাসপোর্ট মাপের ছবি ।

রেশন দোকান (এম আর শপ) / অন্য কোনো ধরনের সরকারি দোকানের জন্য সংশ্লিষ্ট খাদ্যদপ্তর এবং/অথবা সংশ্লিষ্ট সরকারি দপ্তরের অনুমতিপত্র ।

পেশাজীবি (ডাক্তার / চিকিৎসকদের ক্ষেত্রে কার্যালয়সহ) ব্যক্তিকে ব্যবসায় (পেশা)-নথিভুক্তি-শংসাপত্র প্রদানের বিষয়টি বিবেচিত হবে যদি একজন মাত্র চিকিৎসক উক্ত কার্যালয়ে নিযুক্ত থাকেন এবং উক্ত ডাক্তার / চিকিৎসক এবং ব্যবসায় (পেশা)-নথিভুক্তি-শংসাপত্র গ্রহীতা একই ব্যক্তি হন।

উপরে