۩   প্রথম পাতা
 

জল সরবরাহ কেন্দ্রসমূহ

   
 
জল শোধনাগার :
১. ইন্দিরা গান্ধি জল শোধনাগার (ব্যারাকপুর)
২. ওয়াটগঞ্জ জল শোধনাগার
৩. জোড়াবাগান জল শোধনাগার
 
প্রস্তুতি পর্বে জলশোধনাগার :
১. ধাপা জলশোধনাগার - সরবরাহ কেন্দ্র, বন্টন প্রণালি-ব্যবস্থাসহ ৩০ এম জি ডি ক্ষমতাসম্পন্ন।
২. গার্ডেনরিচ জলশোধনাগারের ক্ষমতা বৃদ্ধি-(অতিরিক্ত ১৫ এম জি ডি ক্ষমতাসম্পন্ন।
 
জলাধারসহ জলসরবরাহ কেন্দ্র :
টালা, সুবোধ মল্লিক স্কোয়ার, অক্‌ল্যান্ড স্কোয়ার, বেহালা, মহঃ আলি পার্ক, গড়ফা, পার্কসার্কাস, রাণীকুঠি, কালীঘাট, বাঁশদ্রোণী, কসবা, বাগমারি, নিউ পার্ক, দাসপাড়া, সিরিটি।
 
প্রস্তুতি পর্বে :
গান্ধি ময়দান, তেলিপাড়া, মুকুন্দপুর, আনন্দপুর, বৈষ্ণবঘাটা পাটুলি।